মাছনুন দুআ

السلام عليكم ورحمة الله وبركاته

রাসুল (সা:) বলেছেন কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরন করেছে তাদের সওয়াবের কোন কমতি হবে না।
[সহিহ মুসলিমঃ [২৬৭৮]



➤◑নিদ্রা (ঘুম)যাওয়ার সময় এই দু'আ পড়িতে হয়।
اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
উচ্চারণ- আল্লহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।
অর্থ : ‘হে আল্লাহ! আপনারই নামে মরে যাই আবার আপনারই নামে জীবন লাভ করি।
পারেন ইংশা আল্লাহ।



➤◑ঘুম থেকে জেগে উঠার সময় পড়ার দু'আ।
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ
অর্থ-হামদঃ-প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তাঁরই নিকট সকলের পুনরুত্থান
উচ্চারণঃ-আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা‘দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন্ নুশূর


➤◑ টয়লেটে যাওয়া দু'আ
اللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ
উচ্চারণ -আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল খুব্‌সি ওয়াল খবা-ইশ।

➤◑ টয়লেটে হতে বাহির হওয়ার দু'আ
غُفْرَانَكَ الْحَمْدُ لِلهِ الَّذِيْ اَذْهَبَ عَنِّيْ الْاَذَى وَعَافَانِيْ.
উচ্চারণ ঃ গুফরানাকা আল হামদু লিল্লাহিল্লাযি আযহাবা আননিল আযা ওয়া আফানী।

➤◑ খানা সামনে আসলে এই দু'আ পড়তে হয়।
اَللّهُمَّ بَارِكْ لَنَا فِيْما رَزَقْتَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণঃ- আল্লহুম্মা বারিক লানা ফীই মা রযাক্বতানা ওয়া ক্বিনা আযাবান্নার।
অর্থ-আয় আল্লাহ, আপনি আমাদের রুজিতে বরকত দান করুন ও দোযখের শাস্তি হতে রক্ষা করুন।

➤◑ খানা খাওয়ার শুরুতে এই দু'আ পড়তে হয়।
بِسْمِ اللّهِ وَ عَلى بَرَكَةِ اللهِ
উচ্চারণঃ- বিস্মিল্লাহি ও‘আলা বারাকাতিল্লাহ।
➤◑খানা খাওয়ার শুরুতে দু'আ পড়তে ভুলে গেলে খানার মাঝে স্বরণ আসার পর এই দু'আ পড়তে হয়।
بِسْمِ اللهِ أَوَّلَه وَآخِرَه

উচ্চারণঃ- বিসমিল্লাহি আউয়্যালাহু ওয়া আখীরহ।

➤◑ খানা খাওয়ার মাঝে মাঝে এই দু'আ পড়তে হয়-
لك الحمد ولك الشكر
উচ্চারণ:লাকাল হামদু ওয়ালাকাশ শুকর।


➤◑ খানা খাওয়ার শেষে এই দু'আ পড়তে হয়----
اَلْحَمْدُ لِلّهِ الَّذِيْ اَطْعَمَنَا وَ سَقَانَا وَ جَعَلَنَا مِنَ الْمُسْلِمِيْن.
উচ্চারণঃ- আলহামদুলিল্লাহিল্লাজী আতআ‘মানা ওয়া ছাক্বানা ওয়া জাআলানা মিনাল মুসলিমীন।
★এই দুআটি প্রায় সবাই পারি তাই খানা খাওয়ার শেষে আরো একটি দু'আ দিলাম।
★যে ব্যক্তি খানা খাওয়ার শেষে এই দু'আ পাঠ করিবে তাহার সমস্থ সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে।

ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ﺍﻟَّﺬِﻱ ﺃَﻃْﻌَﻤَﻨِﻲ ﻫَﺬَﺍ، ﻭَﺭَﺯَﻗَﻨِﻴﻪِ، ﻣِﻦْ ﻏَﻴْﺮِ ﺣَﻮْﻝٍ ﻣِﻨِّﻲ ﻭَﻻَﻗُﻮَّﺓٍ
উচ্চারণ -আলহামদুলিল্লাহিল্লাযি আত্ব আ'মানি হাযা ওয়া রযাক্বানিহি মিন গাইরি হা'উলিন মিন্নি ওয়া লা ক্বুউয়াহ।
অর্থঃ সকল প্রশংসা আল্লাহ তা'আলার জন্য যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিযিক দিয়েছেন, আমার তা লাভ করার প্রচেষ্টা বা শক্তি ব্যতীত।

➤◑ ঘর হতে বের হওয়ার সময় এই দু'আ পড়তে হয়।
بِسْمِ اللّٰهِ تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ
উচ্চারণ- বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লহ, লা হওলা ওয়া লা কুও-ওয়াতা ইল্লা বিল্লাহ্।
অর্থ: আল্লাহর নামে (বের হলাম), আল্লাহর উপর ভরসা করলাম এবং আল্লাহ্ ছাড়া রক্ষা নেই এবং কোন সামর্থ নেই।

➤◑ বাজারে যাওয়ার দুআ
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ،
يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ حَيٌّ لاَ يَمُوتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ -লা ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহ্‌দাহু লা শারীকালাহু লাহুল-মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহঈ ওয়া ইয়ুমীতু ওয়া হুয়া হায়্যুন লা ইয়ামূতু বিয়াদিহিল খইরু ওয়া হুওয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বদীর৷
অর্থ- একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসা মাত্রই তাঁর। তিনিই জীবন দান করেন এবং তিনিই মারেন। আর তিনি চিরঞ্জীব, মারা যাবেন না। সকল প্রকার কল্যাণ তাঁর হাতে নিহিত। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।

➤◑ আয়না দেখার দু'আ
اللهم حسنت خلقي فحسن خلقي
উচ্চারণঃ- আল্লাহুম্মা হাসসাংতা খালকী, ফা হাসসিং খুলুকী।
অর্থঃ- আল্লাহ! তুমি আমার চেহারাকে যেমন সুন্দর করেছো তেমনি আমার চরিত্রকে ও সুন্দর করে দাও।

➤◑ বিপদ হতে রক্ষার দুআ_
সকাল সন্ধ্যার আমল

যে ব্যক্তি উক্ত দুআ সকাল ও সন্ধ্যায় ৩ বার পড়বে সে বিপদ হতে রক্ষা পাবে ইংশা আল্লাহ।
بِسْمِ اللَّهِ الَّذِى لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِى الأَرْضِ وَلاَ فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
উচ্চারণ - বিসমিল্লাহিল্লাযী লা ইয়া দুররু মাআছমিহী শাইয়ূং ফিল আরদি ওয়ালা ফিছছমাই ওয়া হুয়াস সামিউল আলিম।

➤◑শয়তান হতে বাঁচার বা বিপদ হতে রক্ষার
দুআ_ সকাল সন্ধ্যায় ৩বার-
সকাল সন্ধ্যার আমল
যে ব্যক্তি উক্ত দুআ সকাল ও সন্ধ্যায় ৩ বার পড়বে সে বিপদ হতে রক্ষা পাবে ইংশা আল্লাহ।

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণ -আউযুবি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিং শাররি মা খকাল।

➤ ◑ দুআ_ সকাল সন্ধ্যার আমল
ঈমানের সাথে কবরে যাওয়ার দুআ।
‎يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِينِكَ
উচ্চারণ -ইয়া মুকাল্লিবাল কুলূব, ছাব্বিত ক্বলবি আ’লা দ্বীনিক!
অর্থ-হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনারবদ্বীনের উপর সুদৃঢ় করে দাও।


➤ ◑ দুআ_ সকাল সন্ধ্যার আমল
জাহান্নাম হতে মুক্তির দুআ,
সকাল সন্ধ্যা ৭ বার-
اللَّهُمَّ أَجِرْنِى مِنَ النَّارِ

উচ্চারণ -আল্লাহুম্মা আজিরনী মিনান নার।
অর্থ - হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব হতে রক্ষা করুন।


[দুআ_ সকাল সন্ধ্যার আমল]
➤ ◑ কবরের সওয়াল জবাব সহজ হওয়ার দু'আ
🔹যে ব্যক্তি দুআ টি সকাল সন্ধ্যা পড়বে সে কবরে মুনকার নাকীরের ছুয়ালের জবাব ঠিক মতো দিতে পারবে ইংশা আল্লাহ -৩ বার
رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا
উচ্চারণ -রদ্বীতু বিল্লা-হি রব্বান,ওয়াবিল ইসলা-মি দীনান, ওয়াবি মুহাম্মাদিন সল্লাল্লা-হু ‘আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান।

অর্থ- আমি রব হিসেবে আল্লাহ কে দ্বীন হিসেবে ইসলাম কে নবী হিসেবে মোহাম্মাদ (সাঃ) মেনে নিয়েছি।

[দুআ_ সকাল সন্ধ্যার আমল]
➤ ◑ হাশরের দিন হিসাব সহজ হওয়া_৭ বার-
اَللّٰهُمَّ حَاسِبْنِىْ حِسَابَاً يَسِيْرًا

উচ্চারণ -আল্লাহুম্মা হাছিবনী হিসাবাই ইয়াছীরা
অর্থ- হে আল্লাহ আমার হিসাব সহজ করে দিন।


[দুআ_ সকাল সন্ধ্যার আমল]
➤ ◑ ঈমানের সাথে কবরে যাওয়ার দুআ

‎يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِين
উচ্চারণ -ইয়া মুকাল্লিবাল কুলূব, ছাব্বিত ক্বলবি আ’লা দ্বীনিক
অর্থ:"হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর সুদৃঢ় করে দাও।


[দুআ_ সকাল সন্ধ্যার আমল]
➤ ◑ শয়তানের অনিষ্ট হতে বাঁচার দুআ-

بِسْمِ اللَّهِ الَّذِى لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِى الأَرْضِ وَلاَ فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
উচ্চারণ - বিসমিল্লাহিল্লাযী লা ইয়া দুররু মাআছমিহী শাইয়ূং ফিল আরদি ওয়ালা ফিছছমা ই ওয়া হুয়াস সামিউল আলিম।

অর্থ-ঐ সত্বার নামে যে নামের সাথে থাকলে আসমান ও জমিনের কোন বস্তুই কোন রকম ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলা সব কিছু শুনেন ও সর্ব বিষয়ে জ্ঞাত

[দুআ_ সকাল সন্ধ্যার আমল]
➤ ◑ নবী করিম (সা.) যে দোয়া বেশি বেশি করতেন!

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ
উচ্চারণ: সুবহানাল্লহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহী ওয়া-রিযো নাফছিহি ওয়া যিনাতা আরশিহী ওয়া মিদাদা কালিমাতিহী।
অর্থ: আমি আল্লাহতায়ালার প্রশংসাসমেত পবিত্রতা ঘোষণা করছি। তার সৃষ্টিকুলের সংখ্যার পরিমাণ, তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ, তার আরশের ওজন সমপরিমাণ, তার কথা লিপিবদ্ধ করার কালি পরিমাণ।



কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.