আসমাউল হুসনার

السلام عليكم ورحمة الله وبركاته.


আসমাউল_হুসনার 


আল্লাহ সুবহানাহু ওয়া তায়া'লা আমাদের ছোট্ট কাজ আর প্রচেষ্টাটুকু'কে তারই সন্তুষ্টির নিমিত্তে কবুল করে নিন। আমীন


➤◑ হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল (সাঃ) বলেছেন, আল্লাহু তা'য়ালার ৯৯ টি নাম আছে, যে উহা মুখস্ত করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। (সহিহ বুখারী ৭৩৯২)

➤◑আপনার যে ভাই/বোন কে নিয়ে জান্নাতে থাকতে চান শেযার করে সুযোগ করে দিয়ে সওয়াবের ভাগীদার হতে পারেন।





১। الله আল্লাহু।

২। الرحمن আর রহমানু- মহান আল্লাহ পাক দয়াময় (সবার প্রতি)।

৩। الرحيم আররাহীমু – ঐরূপ (মুমীনের প্রতি)।

৪। الملك আলমালিকু – মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রকার তাছাররুফ করবার অধিকারী বাদশাহ।

৫।القدوس আল কুদ্দুসু- মহান আল্লাহ পাক তিনি
পবিত্র বাদশাহ।

৬। السلام আসসালামু – মহান আল্লাহ পাক তিনিই শান্তি।
৭। المؤمن আল মুমিনু – মহান আল্লাহ পাক তিনিই নিরাপত্তা দানকারী বাদশাহ।

৮। المهيمن আল মুহাইমিনু -মহান আল্লাহ পাক তিনিই রক্ষণাবেক্ষণকারী বাদশাহ।

৯। العزيز আল আযীযু – মহান আল্লাহ পাক তিনিই প্রকৃত সম্মানী, প্রকৃত প্রভাবশালী বাদশাহ।

১০। الجبار আল জব্বারু – মহান আল্লাহ পাক তিনিই একমাত্র শক্তিমান বাদশাহ।

১১। المتكبر আল মুতাকাব্বারু – মহান আল্লাহ পাক তিনিই প্রকৃত সর্বোপরি শক্তিমান।

১২। الخا لق আল খালেক্বু – মহান আল্লাহ পাক তিনিই দেহের সৃষ্টিকর্তা।

১৩। البارى আল বারিয়ু – মহান আল্লাহ পাক তিনিই আত্মার সৃষ্টিকর্তা।

১৪। المصور আল মুছাওয়েরু – মহান আল্লাহ পাক তিনিই আকারদাতা।

১৫। الغفار আল গাফফারু – মহান আল্লাহ পাক তিনিই অনেক বেশী ক্ষমাকারী।

১৬। القهار আল ক্বাহহারু- মহান আল্লাহ পাক তিনি সকলের উপর প্রভাব বিস্তারকারী সর্বশক্তিমান।

১৭। الوهاب আল ওয়াহহাবু – মহান আল্লাহ পাক তিনি অত্যন্ত বেশী ক্ষমাকারী।

১৮। الرزاق আররাযযাক্বু – মহান আল্লাহ পাক তিনিই রুযী দানকারী।

১৯। الفتاح আল ফাত্তাহু – মহান আল্লাহ পাক তিনিই সকলের বন্ধ দরওয়াজা খুলে দেন।

২০।العليم আল আলীমু – মহান আল্লাহ পাক তিনিই সর্বজ্ঞ

২১ القابض আল-ক্ববিদ্ব- সংকীর্ণকারী
২২ الباسط আল-বাসিত- প্রশস্তকারী

২৩। الخافض আল খফীদু– তিনি অবনত দানকারী।

২৪। الرافع আর রফীই – তিনি উন্নতি দানকারী।

২৫ المعز আল-মুই'জ্ব সম্মান-দানকারী
২৬।২৭ السميع (আস্-সামিই) -সর্বশ্রোতা

২৮ البصير (আল-বাছীর) সর্ববিষয়-দর্শনকারী

২৯- الحكم [আল-হা'কাম] অটল বিচারক

৩০-العدل [আল-আ'দল]পরিপূর্ণ- ন্যায়বিচারক

৩১- اللطيف [ আল-লাতীফ] সকল গোপন বিষয়ে অবগত।
৩২ -الخبير [আল-খ'বীর] সকল ব্যাপারে জ্ঞাত।

৩৩- الحليم [আল-হা'লীম] অত্যন্ত ধৈর্যশীল
৩৪- العظيم [আল-আ'জীম] সর্বোচ্চ-মর্যাদাশীল

৩৫ الغفور [আল-গফুর] পরম ক্ষমাশীল
৩৬ الشكور [আশ্-শাকুর ]গুনগ্রাহী

৩৭ -العلي [আল-আ'লিইউ] উচ্চ-মর্যাদাশীল
৩৮- الكبير [আল-কাবিইর ]সুমহান

৩৯- الحفيظ [আল-হা'ফীজ] সংরক্ষণকারী
৪০- المقيت [আল-মুক্বীত ]সকলের জীবনোপকরণ-দানকারী।
১- الحسيب[আল-হাসীব] হিসাব-গ্রহণকারী।
৪২- الجليل [আল-জালীল] পরম মর্যাদার অধিকারী।

৪৩ -الكريم[ আল-কারীম ]সুমহান দাতা
৪৪- الرقيب[ আর-রক্বীব] তত্ত্বাবধায়ক

৪৫-المجيب [আল-মুজীব] জবাব-দানকারী, কবুলকারী
৪৬ -الواسع [আল-ওয়াসি]
সর্ব-ব্যাপী, সর্বত্র-বিরাজমান
 المذل আল-মুদ্বি'ল্লু (অবিশ্বাসীদের) বেইজ্জতকারী

৪৭ -الحكيم [আল-হাকীম ]পরম-প্রজ্ঞাময়

৪৮ -الودود [আল-ওয়াদুদ ](বান্দাদের প্রতি) সদয়

৪৯ -المجيد [আল-মাজীদ] সকল-মর্যাদার-অধিকারী 11:73
৫০ -الباعث [আল-বাই'ছ'] পুনুরুজ্জীবিতকারী

৫১-الشهيد [আশ্-শাহীদ ]সর্বজ্ঞ-স্বাক্ষী।
৫২- الحق [আল-হা'ক্ব] পরম সত্য।

৫৩- الوكيل [আল-ওয়াকিল] পরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী

৫৪- القوي [আল-ক্বউইউ] পরম-শক্তির-অধিকারী

৫৫- المتين[ আল-মাতীন] সুদৃঢ়
৫৬- الولي [আল-ওয়ালিইউ] অভিভাবক ও সাহায্যকারী

৫৭- الحميد [আল-হা'মীদ ]সকল প্রশংসার অধিকারী।
৫৮- المحصي [আল-মুহছী ]সকল সৃষ্টির ব্যপারে অবগত।

৫৯- المبدى [আল মুবদিউ] – মহান আল্লাহ পাক তিনিই সকলের প্রথম সৃষ্টিকর্তা।

৬০- المعيد [আল মুয়ীদু] – মহান আল্লাহ পাক তিনিই মৃত্যুর পর পুনরায় জীবনদান করেন।

৬১- المحيى [আল মুহয়ী] – মহান আল্লাহ পাক তিনিই জীবনদাতা।

৬২-المميت [ আল মুমীতু ]– মহান আল্লাহ পাক তিনিই মৃত্যুদাতা।

৬৩-الحى [আল হাইয়্যু ]– চিরজীবন্ত।

৬৪- القيوم [আল ক্বাইয়্যুম ]– মহান আল্লাহ পাক তিনি সমস্ত সৃষ্টির কারক, ধারক, বাহক।

৬৫- الواجد [আল ওয়াজেদু ]– মহান আল্লাহ পাক তিনিই প্রকৃত ধনী।

৬৬- الماجد [আল মাজেদু ]– মহান আল্লাহ পাক তিনিই প্রকৃত সম্মানী।

৬৭-الواحد [আল ওয়াহেদু ]– মহান আল্লাহ পাক তিনি এক।

৬৮- الصمد [আছছামাদু ]– মহান আল্লাহ পাক উনার কোন অভাব নাই, তিনি সকলের অভাব মোচনকারী।

৬৯- القادر[ আল ক্বাদেরু ]– মহান আল্লাহ পাক তিনি সর্ব শর্ক্তিমান।

৭০-المقتدر [আল মুক্বতাদিরু]- মহান আল্লাহ পাক তিনি সর্ব ক্ষমতাবান

৭১- المقدم [আল মুক্বাদ্দীমু] – মহান আল্লাহ পাক তিনিই কাউকে অগ্রগামী করেন।

৭২- الموخر [আল মুয়াখখীরু] – মহান আল্লাহ পাক তিনিই কাউকে পশ্চাদ ধাবনকারী করেন।













কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.