রাসূল ﷺ এর এক আদরের বিড়াল ছিল 'মুয়েজ্জা'..


রাসূল ﷺ এর এক আদরের বিড়াল ছিল 'মুয়েজ্জা'..



রাসূল ﷺ এর এক আদরের বিড়াল ছিল 'মুয়েজ্জা'..


একদিন তার পবিত্র পরিচ্ছদের একাংশে বিড়ালটা পরম ভালোবেসে ঘুমিয়েছিলো। মুহাম্মদ ﷺ তাকে টেনে তোলেননি, পোশাক ঝাড়া দেননি, লাথি মেরে দূর দূর করে তাড়িয়েও দেননি। ঘুম ভেঙে যেতে পারে ভেবে, পাছে বিড়ালটির কষ্ট হয় — তাই গায়ে হাত বুলিয়ে ডাকও দেননি। তিনি যা করেছেন, তা কেউ কল্পনাও করতে পারবেনা — বাস্তবে করাতো অনেক দূরের ব্যাপার..
.
মুহাম্মদ ﷺ আলতো করে ঘুমন্ত বিড়ালটার সমপরিমাণ জায়গা রেখে — বাকি কাপড়টুকু কেটে ফেলেছিলেন। ছেড়া পোশাকটি গায়ে চড়িয়ে দিব্যি নামাজে রওনা দিলেন।
.
একদিন এক প্রসিদ্ধ সাহাবী বিড়াল ছানা কোলে নিয়ে খেলছেন। তিনি নতুন না, বেশ কবার বিড়াল কোলে নিয়ে আদর করতে করতে মসজিদে আসতেন। নবী মুহাম্মদ ﷺ এর কাছে ধর্ম শিক্ষা গ্রহণ করতেন। কোলে বিড়ালকে আদর করতে থাকা অবস্থায় মুহাম্মদ ﷺ তাকে কাছে ডাকলেন। এই বিড়ালের বাপ এদিকে আসো। ভদ্রলোকের ভ্রু কুঁচকে যায়নি, সরল বোকা মানুষের মতো মুচকি হাসলেন । প্রিয় শিক্ষকের এই ডাকটা তার মনে ধরেছে খুব। সিদ্ধান্ত নিলেন নিজের নামটাই বদলে ফেলবেন। নবীর ভালোবাসার নিদর্শনের দরুন আমরা সবাই তাকে বিড়ালের বাপ বলেই ডাকি। সহীহ হাদিসের সর্বোচ্চ পরিশুদ্ধ বর্ণনাকারী হিসেবে তিনিই 'আবু হুরায়রা' নামে পরিচিত।
.
মক্কা সহ অসংখ্য গুরুত্বপূর্ণ মসজিদে বিড়ালের অবাধ অনুপ্রবেশ। এরা প্রত্যেক ইবাদতকারীর পাশেই ঘুমায়, গা ঘেঁষে বসে থাকে যেখানে সেখানে। মানুষের আদর ভালোবাসায় লাই দিয়ে গড়া অদ্ভুত এই বিলাসপ্রবণ প্রাণী!
.
কাবশাহ্ বিনতু কা‘ব ইবনু মালিক (রা.) হতে বর্ণিত। তিনি ছিলেন আবূ ক্বাতাদাহ্ (রা.)-এর পুত্রবধূ। আবূ ক্বাতাদাহ্ (রা.) তাঁর নিকট ছিলেন। তিনি তাঁর জন্য ওযুর পানি ঢাললেন। একটি বিড়াল এলো এবং ওযুর পাত্র হতে পানি পান করতে লাগলো। আর তিনি পাত্রটি তার জন্য কাত করে ধরলেন যে পর্যন্ত পান করা শেষ না হলো। কাবশাহ্ বলেন, তিনি আমার দিকে তাকিয়ে দেখলেন, আমি তাঁর দিকে চেয়ে আছি। তিনি আমাকে বললেন, আমার ভাতিজী! তোমার কাছে আশ্চর্য লাগছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নাপাক নয়। এটা তোমাদের আশে পাশে ঘন ঘন বিচরণকারী বা বিচরণকারিণী। (সহীহ : মালিক ৪৪, আহমাদ ২২০৭৪, আবূ দাঊদ ৭৫, তিরমিযী ৯২, নাসায়ী ৬৮, ইবনু মাজাহ্ ৩৬৭, দারিমী ৭৩৬, ইরওয়া ১৭৩)
.
আব্দুল্লাহ্ ইব্ন মাসলামা—দাউদ ইব্ন সালেহ্ইব্ন দীনার আত-তাম্মার হতে তার মাতার সূত্রে বর্ণিত । একদা তাঁর মনিব তাকে হযরত আয়েশা (রা.)-র নিকট
“হারিসাহ্”-সহ প্রেরণ করেন। অতঃপর আমি তাঁর নিকট পৌছে দেখতে পাই যে, তিনি নামায রত আছেন। তিনি আমাকে (হারিসার পাত্রটি) রাখার জন্য ইশারা করলেন । ইত্যবসরে সেখানে একটি বিড়াল এসে তা হতে কিছু খেয়ে ফেললো হযরত আয়েশা (রা.) নামায শেষে বিড়ালটি যে স্হান হতে খেয়েছিল সেখান হতেই খেলেন এবং বললেন, নিশ্চয়ই রাসূল্লুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন, 'বিড়াল অপবিত্র নয়। এরা তোমাদের আশেপাশেই ঘুরাফেরা করে'। অতঃপর হযরত আয়েশা (রা.) আরো বলেন, 'আমি রাসূল্লুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা উযু করতে দেখেছি'। (সুনান আবু দাউদ, ৭৬)
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
লেখাঃ আয়েশা সিদ্দিকা (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)
.
.
 শেয়ার করুন, বন্ধুদের সাথে ইন শা আল্লাহ !
_
ওহী (Seeking The Way To Jannah)





২৩টি মন্তব্য:

  1. নবীজীর বিড়াল এর নাম এর ব্যাপারে... এটি কোন হাদীছে এসেছে বা দলিল এর ব্যাপারে কিছু বললে, খুব উপকৃত হতাম।

    উত্তরমুছুন
  2. নবিজির বিড়াল ছিল তা কোন হাদিসে আছে?

    উত্তরমুছুন
  3. মুয়েজ্জা নামের অর্থ কি? আমরাও কি ছেলে বা মেয়ে উভয়ের নামই মুয়েজ্জা রাখতে পারবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মুয়েজ্জা নামের বাংলা অর্থ কি

      মুছুন
    2. English name, "To care about others, one who comforts."
      In bangla, "যে অন্যদের যত্ন নেওয়ার জন্য, যে সান্ত্বনা দেয়।"

      মুছুন
    3. English name, "To care about others, one who comforts."
      In bangla, "যে অন্যদের যত্ন নেওয়ার জন্য, যে সান্ত্বনা দেয়।"

      যদিও সম্ভবত মু'য়েজ্জা একটি মেয়ে বিড়ালের নাম ছিল। ইনশা-আল্লাহ যেহেতু কয়েক জায়গায় এসেছে যে নবীজীর বিড়ালের নাম মু'য়েজ্জা ছিল তাই তার ভালোবাসায় ছেলে-মেয়ে উভয় বিড়ালের নামই মু'য়েজ্জা রাখা যেতে পারে।

      মুছুন
    4. নবিজির বিড়ালের নাম মুয়েজ্জা এটা কোন হাদিসে আছে এবং কত নাম্বার হাদিস একটু বল্লে খুব উপকৃত হবো

      মুছুন
  4. মুয়েজ্জা নামের বাংলা অর্থ কি

    উত্তরমুছুন
  5. মুয়েজ্জা বিড়ালের নাম ছিলো
    নবীজির সব হাদিসের রেফারেঞ্চ লিখছেনন
    নবীর বিড়াল পালছে তার বিড়ালের নাম মুয়েজ্জা ছিলো সেই হাদিসের দলিলটা দিলে উপকৃত হবো দিবেন ইনশাআল্লাহ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক সীরাতের কিতাবে এসেছে এই ঘটনাটি

      মুছুন
  6. মুয়েজ্জা নামের আরবী স্পেলিং কি?

    উত্তরমুছুন
  7. নবী করীম সা কখনোই বিড়াল পুষেছেন এমন কথা কোন হাদিসে আসে নাই। এইসব বানোয়াট ভুয়া গল্প কোথা থেকে তৈরি করলেন।

    উত্তরমুছুন
  8. Biral kokhon Kono manusher ga gheshe ba kache kache ase?tar nijer posha Kono biral nai.

    উত্তরমুছুন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.