আল্লাহতা'য়ালা যে ৭টি গুণ পছন্দ করেন!



আল্লাহতা'য়ালা যে ৭টি  গুণ_পছন্দ_করেন!
▬▬▬▬▬▬▬▬●◈●▬▬▬▬▬▬▬▬



এই গুন গুলো খুব ছোট কিন্তু এর বিস্তৃতি অনেক।আপনি চাইলেই সহজেই এই গুন গুলো অন্তরে লালন করতে পারেন।আর অন্তরে লালন করলে তা সহজেই আচরণে ফুটে উঠে
❤️
.রহমান রহীম আল্লাহ্ তায়ালার নামে-
.
.
১. তাওবা (অনুতপ্ত হৃদয় ক্ষমা ভিক্ষা)
.
‘আল্লাহ্ তাদের ভালোবাসেন, যারা তাঁর দিকেই (অনুতাপ ভরা হৃদয়ে) প্রতিনিয়ত ফিরে আসে।
----------(সূরা আল বাকারাহ্, ২২২)
.
২. তাহারাত (পাক ও পবিত্র থাকা)
.
‘আল্লাহ্ তাদেরই ভালোবাসেন, যাঁরা নিজেদের পাক-পবিত্র রাখে।
----------(সূরা আল বাকারাহ্, ২২২)
.
৩. তাকওয়া (পরহেজ্গার যারা প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করে চলে)
.
‘আল্লাহ্ তাঁদেরই ভালোবাসেন, যাঁরা ইনসাফ-পসন্দ ও সংযমশীল।
-----------(সূরা আত্ তাওবা ৯৪)
.
৪. ইহসান (আল্লাহকে স্মরণ করে মানুষ বা জীবজগতের প্রতি দয়া ও করুণা)­
.
‘আল্লাহ্ তাঁদেরই ভালোবাসেন, যারা ভালো কাজে নিয়ত থাকে।
------------(সূরা আলে ইমরান, ১৩৪)
.
৫. তাওয়াক্কুল (আল্লাহর প্রতি বিশ্বাস ও নির্ভরতা)­
.
‘আল্লাহ্ তাদেরই ভালোবাসেন, যারা তাঁর ওপর আস্থা রাখে ও নির্ভর করে।
-------------(সূরা আলে ইমরান, ১৫৯)
.
৬. (ক) আদ্ল (ন্যায়বিচার)
.
‘আল্লাহ্ তাদেরই ভালোবাসেন, যারা সর্বদা ন্যায়বিচার করে।’
--------------(সূরা মায়েদা, ৪২)
.
❏ (খ) আল্লাহ তাদের ভালোবাসেন, যারা সুবিচারকারী।
--------------(সূরা হুজুরাত,৯)
.
৭. সবর (ধৈর্য্য)
.
‘আল্লাহ্ তাঁদেরই ভালোবাসেন, যারা দৃঢ়চিত্ত এবং ধৈর্য্যশীল (আস্-সাবিরিন)।
---------------(সূরা আলে ইমরান, ১৪৬)
.
.
►আল্লাহ তাআলা আমাদেরকে এই গুন গুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন।
.
.
✪✪ আসুন নিজে জানি, জেনে আমল করি এবং অন্যকে জানাই।।
আমাদের জানানোর দায়িত্ব টা কিন্তু আপনার আপনি চলে আসে,আমরা কেউ ভালো কিছু করলে টা আরেক দীনী ভাই বোন কে ইনিয়ে বিনিয়ে বলি যেনো সে ও করতে উদ্ভুদ্ধ হয়।তবে রিয়ার প্রকাশ যেনো না পায় সেদিকে আমরা খুব খেয়াল রাখবো কেমন!
আরেক টা ব্যাপার হলো কাউকে জানলে সে যদি না করে সেক্ষেত্রে আপনার আর দায় থাকেনা, একটা হাদীসে পড়েছিলাম নম্বর মনে নাই,যে নিজে আমল করলাম কিন্তু ঘরে প্রতিবেশী বা আত্মীয় দের বললাম না,এই জন্য সেইদিন হাসরের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে কেনো অন্যদের বলিনি,এবং সেই পথহারা বেক্তি আল্লাহর কাছে বলবে আমি এই দ্বীনের সম্পর্কে কিছু জানতাম না কারণ আমাকে কেউ দাওয়াত দেন নাই বা জন্য নাই!!
ওয়াল্ল্যাহি কত বড়ো একটি কথা যে দাওয়াত দেন নাই বা জানাননি ,সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে "কেনো জানাও নাই"?
------- কি উত্তর দিবো সেদিন???
.
.সেদিনের জন্য আজকে নিজেকে প্রস্তুত করুন,নিজের আমল,ইখলাস, আখলাখ,আকিদা, তহরাত, তাকোয়া সব কিছু কে ঝালাই করুন।আল্লাহ দোষ ত্রুটি ক্ষমা করে কবুল করে নিক।আমিন।
_____________________________________________
______________________________________________
রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
"কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [তিরমিযীঃ২৬৭৪]
এডিটেড
__________
F A Amatullah


কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.