এসো জান্নাতের পথে-০১




এসো জান্নাতের পথে-০১


যখন আল্লাহ কাউকে খুব করে চান, তখন তার চারপাশ থেকে সবাইকে সরিয়ে দেন। সবার প্রতি হতাশ করে দেন মানুষটিকে। কারো প্রতি বিন্দু পরিমাণ আশা ভরসা অন্তরে অবশিষ্ট রাখেন না। গোটা সৃষ্টির থেকে বান্দার মুখ সরিয়ে নেন। একাকীত্বের এমন এক জগতে তাকে নিয়ে যান, যেখানে শুধু সে আর আল্লাহ আছেন।
.
এরপর তাকে ছেড়ে দেন। একেবারে ছেড়ে দেন ওভাবে। যতক্ষণ না সে বুঝতে পারে। ওপরে তাকায়। এবং ফিরে আসে...
.
ফিরে আসার সেই মুহূর্তটি হয় অশ্রুঝরা। মনের আকাশ তখন বড্ড মেঘাচ্ছন্ন। প্রতিটি অশ্রুবিন্দু যেন বৃষ্টিফোটা। প্রতিটি দীর্ঘশ্বাস যেন দমকা হাওয়া...
.
বান্দা জমিন থেকে ওঠতে থাকে। মেঘ ভেদ করে যেতে থাকে। অতিক্রম করতে থাকে একেকটি আসমান। এভাবে তার রূহ পৌঁছে যায় আরশে আযীমে...
.
তখন সিজদায় যে স্বাদ, একাকীত্বে যে প্রশান্তি, নিরবতায় যে তৃপ্তি, কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
.
রূহ যখন এই স্তরে পৌঁছে যায়, তখন জবান থেকে এমন কথাই বের হয়ে আসে, যেমনটা ইবনু তাইমিয়াহ রহ. বলেছেন,
.
إن في الدنيا جنة، من لم يدخلها لا يدخل جنة الآخرة.
'নিশ্চয়ই দুনিয়াতে একটি জান্নাত আছে। আর যে সেই জান্নাতে প্রবেশ করল না, পরকালের জান্নাতেও সে প্রবেশ করবে না।'

'নিশ্চয়ই দুনিয়াতে একটি জান্নাত আছে। আর যে সেই জান্নাতে প্রবেশ করল না, পরকালের জান্নাতেও সে প্রবেশ করবে না।
'নিশ্চয়ই দুনিয়াতে একটি জান্নাত আছে। আর যে সেই জান্নাতে প্রবেশ করল না, পরকালের জান্নাতেও সে প্রবেশ করবে না।

When a heart breaks, do you know what sound does it make?
.

Allah...






1 টি মন্তব্য:

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.