এক-এক রাতের আয় ৩০ হাজার রাতের চেয়ে উত্তম


বিসমিল্লাহির রাহমানির রাহিম

পুঁজি কম লাভ বেশি-১

এক-এক রাতের আয় ৩০ হাজার রাতের চেয়ে উত্তম

পুঁজি কম লাভ বেশি-১ এক-এক রাতের আয় ৩০ হাজার রাতের চেয়ে উত্তম


এ কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরায়ে কদরের মধ্যে বলেছেন, 



অর্থাৎ ‘কদরের এক রাত হাজার মাসের চেয়ে উত্তম’

সুবহানাল্লাহ! এটা এ উম্মতের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস মতে একজন মানুষের হায়াত হল ৬০-৭০ বছর ।

একজন মানুষ যদি ৭০ বছর হায়াত পায় (১ বছর সমান ৩৬৫ দিন-রাত) তাহলে দিন-রাতের সমষ্টি হল ৩৬৫ X ৭০ = ২৫৫৫০ দিন-রাত । ৭০ বছর হায়াতে সে লাইলাতুল কদর পায় ৭০ টি । বছরের একটি রাতের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম । হাজার মাসে রাত হয় ১০০০ মাস X ৩০ দিন - ৩০,০০০ (ত্রিশ হাজার) রাত-দিন । সুতরাং কদরের একটি রাত ত্রিশ হাজার রাতের চেয়ে উত্তম । ত্রিশ হাজার রাতে ৮৩ বছর ৪ মাস হয় । একজন মানুষ যদি ৭০ বছর বাঁচে এবং সে তার পূর্ণ জীবনে শুধু  একটি লাইলাতুল কদর পেয়ে যায়, তবে সে যে ছাওয়াব পাবে তা তার পূর্ণ হায়াতের চেয়েও বেশি । কেউ যদি বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত (৭০ X 12) প্রায় ৫৮ বছরের প্রতি বছরই কদরের রাত পেয়ে যায়, তাহলে তো সোনার সোহাগা । সে ৩০,০০০ রাত X ৫৮ বছর = ১৭,৪০,০০০ রাতের ইবাদতের চেয়েও বেশি ছাওয়াব পেয়ে যাবে । যা প্রায় ৪ হাজার ৭শ ৬৭ ভচরের সমান হয় । িএকটু চিন্তা করে দেখুন, ইচ্ছা করলে একজন মুমিন তাঁর পূর্ণ জীবনের কতগুণ বেশি ছাওয়াব কামাই করতে পারে । 






পুঁজি কম লাভ বেশি-১ এক-এক রাতের আয় ৩০ হাজার রাতের চেয়ে উত্তম
এক-এক রাতের আয় ৩০ হাজার রাতের চেয়ে উত্তম







কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.