আমার সম্পর্কে





السلام عايكم و رحمة الله و بركاته

আস সালামু আলাইকুম,ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু


যিনি পড়বেন,তিনি মেহেরবাণী করে অবশ্যই সালাম টি নিবেন এবং সালামের উত্তর দিবেন।


আমি আমাতুল্লাহ্ (আল্লাহর বান্দী) আমাতুল্লাহ- জান্নাতের পথিক (Journey To Jannah) একটি অত্যাধুনিক যুগোপযোগী দ্বীনী শিক্ষা ব্লগ। আমাদের পরিবারগুলো হোক আমাদের জন্য দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত। আমাদের প্রিয়তম/প্রিয়তমা, মাতা-পিতা ও সন্তানাদি হোক আমাদের চোখের শীতলতা। আপনার কন্যা সন্তান, বোন, ভাই বা পরিচিত দের শেযার করে সমপরিমাণ নেকী অর্জন করুন ও তাদেরকে দুনিয়া ও আখিরাতের সঠিক জ্ঞান অন্বেষণ করার সুযোগ করে দিন। আমীন।। কুরআন ও সহি হাদিস আমাদের একমাত্র মুক্তির পথ। আমি জান্নাত লাভের পাগলি না, আমি আল্লাহর করুণা, দয়া ও খুশি অর্জন লাভের পাগলি। আপনাদের গঠনমূলক সমালোচনা ও মূল্যবান পরামর্শের মাধ্যমে ব্লগটি আরো চমৎকার ও বিস্তৃত হতে পারে বলে আমি আশাবাদী। এই ব্লগটি মানুষের কাছে আল্লাহ ও তাঁর রাসুলের(সা) বাণী পৌছে দেয় সম্পুর্ন বিনামুল্যে। আল্লাহর তাওফীক দাতা। আল্লাহুম্মা আমীন। জাযাকুমুল্লাহু খাইরান।






আলহামদুলিল্লাহ্,,, আমি একজন মুসলিমা।
.
সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না......ফিরাউন শেষতক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিলনা,,,,,থেকে গেল তার সব স্মৃতি চিহ্ন কেউ আজ তার কথা বলে না.....আলহামদুলিল্লাহ্,,,, আমার রব আল্লাহ,,আমরা সবাই মহান আল্লাহর সৃষ্টি। সুতরাং, তাঁর সৃষ্টি হিসেবে আমাদের উচিত স্রষ্টার আনুগত্য করা, জীবনের সকলক্ষেত্রে সকল অবস্থায়!! সবসময় উচিত সেই মহান আল্লাহকে ভয় করা। কারন, " তিনি তো আমাদের সবকিছু প্রত্যক্ষদর্শী " একদিন আমাদের সবাইকে তাঁর কাছেই ফিরে যেতে হবে। ভালোবাসি আল্লাহ্ রব্বুল আলামীনকে,ভালোবাসি তার হাবীব হযরত মুহাম্মদ (সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম) কে এবং ভালোবাসি মা-বাবা সহ আল্লহ্ পাকের সৃষ্ট সকল মাখলুককে। সুখী হতে কোটি টাকার প্রয়োজন নেই। প্রয়োজন ভালোবাসায় গড়া ছোট্ট একটা কুটিরের। যেখানে শ্রদ্ধার দরজা দিয়ে প্রবেশ করে কোমল স্বপ্নগুলো। সহানুভূতিতে ঘেরা সুন্দর পরিবারের। এমন কাউকে যার স্পর্শে থাকবে সত্যের ছোয়া, জান্নাতী সুখ। আর রবের দেয়া অসংখ্য নেয়ামতের জন্য শুকরিয়াবোধের...
.
হে আল্লাহ, গোনাহ না করার প্রতিজ্ঞা তা আমি করেছি, কিন্তু আমার জানা নেই প্রতিজ্ঞার উপর কীভাবে অবিচল থাকবো। আমি তো দুর্বল। শয়তান ও নফসের উপর আমার কোন নিয়ন্ত্রণ নেই। হে আল্লাহ! আপনি আমার প্রতিজ্ঞা বহাল রাখুন এবং অবিচল থাকার তাওফীক দান করুন।আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন,, আমি যদি কোন দিন পথ ভুলে যাই,, আমায় পথ দেখিয়ে দিও। যদি ভুলে যাই তোমায় আমার থেকে রহমত তুলে নিও না। আমিন। আমি একমাত্র আল্লাহর রাস্তায় শহিদি মৃত্য কামনা করি। আল্লাহ যেন আমার কামনা পুরন করেন।
"আমার মতো এতো পাপী এই জগতে নাই, ওগো দয়াময় প্রভু! তোমার কাছেই ক্ষমা চাই।।"
.
হাদিসে আছে যে নারী ভালো স্ত্রী ও ভালো মা হতে পারবেন সে নারীর জান্নাতে যাওয়া সহজ হবে।তাই আমি আমার বেস্ট পারফরমেন্স দিতে চাই মহান আল্লাহ তালার কাছে ....!!!!! "খুব ইচ্ছা করে নিজেকে এমন এক স্তরে নিয়ে যাই যেখান থেকে জান্নাত টা খুব কাছে.. ইচ্ছা করে নিজেকে এমন কোথাও নিয়ে যাই যেখানে জান্নাতী মানুষ গুলো হবে আমার সঙ্গী-সাথী।
.
০১..রাসূল (স:) বলেছেন---"শুধু মাত্র সম্মানিত লোকেরাই নারীদের প্রতি সম্মানজনক আচরন করে, আর যারা অসম্মানিত, নারীদের প্রতি তাদের আচরনও হয় অসম্মানজনক।"( তিরমিযী).



০2.."সেই মায়ের সাথে কখনো উচ্ছ স্বরে কথা বলিও না,,যে মা তোমায় তোমায় কথা বলা শিখিয়েছে"-- হযরত আলী (রা:)।


০৩.. "তোমরা মেয়েদের গালি দিওনা, কারন আমি নিজে মেয়েদের বাবা।" --- হযরত মুহাম্মদ (স:)।
.
"একদিন আমিও পাড়ি দিব আল্লাহ তায়ালার ডাকে সেই না ফেরার দেশে।।। আমি শুধু আল্লাহ কাছ থেকে জান্নাতি সেই ডাক শুনতে চাই।।হয়ত শুনবো।। "হে প্রশান্ত মন ফিরে চলো, তোমার রবের কাছে। সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে,,,, অতঃপর আমার বান্দাদের অন্তরর্ভুক্ত হয়ে যাও,, এবং জান্নাতে প্রবেশ কর। (সুরা'হ ফাজর -২৭ - ২০) "
ইয়া আল্লাহ আমার তিব্র ইচ্ছা,,,মরণ পুর্ব মুহুর্তে আমাকে মৃত্যুর কস্ট এর মাঝে এই শান্তি ময় ডাক শুনিয়ে দিও। আমি জানি আমার মালিক আমার রব্ব আমার এই ইচ্ছাটা পূরণ করবে। কারন আরেকটা আয়াত আমাকে শান্ত করে।
.
"হে মালিক! আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি!" [সূরা মারইয়ামঃ৪]
সত্যিই আমি কিছু চাইয়া নিরাশ হইনি ইয়া রব্ব!!



.
আমার প্রোফাইল যারা পড়ছেন,,, তার আমার জন্য মনের গহিন থেকে দুয়া করেন আমি যেন আল্লাহ রাব্বুল আলামিন এর পথ থেকে সরে না পড়ি। আল্লাহ আমাকে, আমাদের � মা-বাবা � ও সব মুসলিম / মুসলিমা ভাই বোন কে ঈমানের সাথে মৃতু বরন করার তৈফিক দান করুন।
.
.
.
"ইয়া আল্লাহ,, ইয়া রব্ব, আমি এমন বন্ধু থেকে তোমার কাছে পানাহ চাই যে আমাকে তোমার রাস্তায় চলতে উৎসাহ দেবার বদলে গোমরাহ করবে। যে তোমাকে ভয় করার কথা স্বরন না করিয়ে তোমায় স্বরন করায় বাধা হবে। যে আমাকে সীরাতুল মুস্তাকিম তথা সঠিক পথে না নিয়ে ভ্রান্ত পথে পরিচালনা করবে। আল্লাহ আমার পালন কর্তা আমাকে এমন বন্ধু দেবার থেকে তুমি সারা জিবন নিসংগ করে রাখ যদি তা আমার জন্য কল্যানকর হয়। আমিন "



→ইয়া আল্লাহ আমার রব্ব,, আমি তোমার নিকট তোমার ভালোবাসা প্রার্থনা করছি, আর এমন ব্যাক্তির ভালোবাসা প্রার্থনা করছি যে তোমাকে ভালোবাসে। ইয়া মালিক আমি তোমার দরবারে এমন আমল প্রার্থনা করছি যা আমাকে তোমায় ভালবেসে তোমার ভালোবাসার কাছে পৌছে দিবে। হে রহমানুর রাহিম তোমার ভালোবাসা আমার নিকট আমার প্রান, আমার পরিবার, আমার আত্মিয়, আমার প্রিয়তম, আমার সন্তান, এবং ঠাণ্ডা পানির থেকে বেশি প্রিয় করে দাও প্রভু।


→ইয়া তাওয়াব্বুন,,জাব্বারুন, হালিম,,, আমাকে তুমি জিবনে শেষ নিশাঃস পর্যন্ত তওবা করার তৌফিক দাও। আমার এক বিন্দু পরিমান গুনাহ মাফ না করে আমাকে মৃত্যু দিও না।


→ ইয়া মালিকুন,,,, বাশিরুন,,মান্নানু,,খালিলু,, আমাকে বেশি বেশি হেদায়েত প্রাপ্ত করো। আমার ধোর্য বৃদ্ধি করে দাও। আমাকে সদা সিদ্দিকিন হবার তৌফিক দান করো।





কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.