আমাদের সাথে কেন অকল্যাণ হয়ঃ

আমাদের সাথে কেন অকল্যাণ হয়ঃ


আমরা প্রতিনিয়ত পাপ কাজ করে থাকি।আল্লাহর হুকুম অমান্য করে থাকি।আল্লাহ কিন্তু চাইলে আমাদের সাথে সাথে শাস্তি দিতে পারতো।কিন্তু তিনি তা করেন না,তিনি মানুষকে বার বার সু্যোগ দেন তার কাছে ফিরে আসার জন্য।যদি কোন ব্যাক্তি আল্লাহর রাস্তায় খাটি মনে তওবা করর আল্লাহ তাকে ক্ষমা করে দেন।।
আল্লাহ মানুষের বিভিন্ন সময় বিভিন্ন সময় অনেক বিপদ দান করে।আল্লাহর নিকট থেকে বিপদ দুই রকমের হতে পারে
,১.তা কোন পাপ কাজের জন্য শাস্তি
২.সেইটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত।।

এখন আমাদের সাথে অকল্যান হলেই আমরা হতাস হয়ে যাই।আমরা সবুর করতে পারি না,কিন্তু সব অকল্যান যে খারাপ না তা আমরা বুঝতে পারি না।।
কিছু উদাহরন দিয়া যাক,

১.ধরুন আপনি আল্লাহর পথ থেকে অনেকটা দূরে আছেন,কোন কিছু তেই আপনি আল্লাহর কাছে ফিরে আসতে পারছেন না।দেখলেন আল্লাহ আপনাকে একটা বড় অসুখ দিয়ে দিলেন।যার ফলে আপনার মধ্যে অনুশোচনা কাজ করলো,আপনি আল্লাহর পথে ফিরে আসলেন।এটা কি আপনার অকল্যান ছিল?না কখনই নয়,বরং তা আপনার সৌভাগ্য ছিল।
এমন অনেক মানুষ আছে যারা তাদের অসুখ কে আল্লাহর রহমত বলেছেন,কারন তারা বড় শাস্তি পাওয়ার আগেই আল্লাহর কাছে আসতে পেরেছেন।

2.ধরুন আপনার কাছের কেও মারা গেছে(আল্লাহ যেন এইরকম না করে)।আপনি অনেক অনুশোচনা ফিল করলেন,ভয় করলেন আর আল্লাহর পথে ফিরে আসলেন।।
এই রকম ফিরে আসার গল্প অনেক হতে পারে,কোন বড় পাপ করে,কারোর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে,কোন বিপদ হয়ে, অনেক অনেক অনেক।।
এই গুলো কি সব গুলোয় আমাদের জন্য অকল্যান।
না এই গুলো আল্লাহর রহমত,যার জন্য বড় বিপদ (আখিরাতের শাস্তি) আসার আগেই আল্লাহর কাছে ফিরে আসা যাই।

আল্লাহ হলেন পরম করুনাময়,অত্যন্ত দয়ালু।তিনি চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন,যদি তার বান্দা খাটি মনে তওবা করে।সয়তান এর কাজ হলো আমাদের খারাপ পথে নিয়ে যাওয়া।আল্লাহ কোন বিপদ দিলে অনেক মানুষ আবার নেশার আশ্র‍য় নেই,নেশাই কি আসে যাই,
আল্লাহর প্রেমে পড়ো তোমাকে সব যাইগায় সম্মানিত করবেন আল্লাহ।।

আল্লাহ যখন আমাদের সাথে কিছু করবে তখন আমাদের সবর করে শিক্ষা নিতে হবে।
তাহলে আমরা সফল হতে পারবো ইনশাল্লাহ।

কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.