এসো জান্নাতের পথে-৩

এসো জান্নাতের পথে-৩




মহান আল্লাহ সবাইকেই স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে মহিমান্বিত করেছেন। প্রত্যেকের এমন কিছুতে পারদর্শিতা আছে যা আবার অন্যদের নেই। কেউ লেখালেখিতে, কেউ কাউন্সেলিং-এ, কেউ আবার জন্মগতভাবেই নেতৃত্বগুণের অধিকারী, কেউ হয় ক্রীড়াবিদ, কেউ বা বিক্রয়-বাজারজাতকরণে পটু, আবার কেউ সৃজনশীল চিন্তাবিদ। সবাই স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। আমাদের কার কী বৈশিষ্ট্য এবং সে অনুযায়ী কী লক্ষ্য হওয়া উচিত- এসবের উত্তর পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে সেই ঐশ্বরিক উপহার খুঁজে বের করতে হবে যা আমরা জন্মসূত্রে পেয়ে থাকি।
.
আত্মবিশ্বাসহীনতায় ভোগা ব্যক্তিদের নিয়ে কাজ করতে গিয়ে প্রায়ই দেখেছি, তারা জানেই না- তারা কোন কাজে পারদর্শী! তারা কেবল এতটুকু জানে তাদের মাঝে কী কী খুঁত আছে! এভাবে চিন্তা করাটা সত্যিই বিপদজনক এবং ব্যক্তিকে অবনতির দিকেই ঠেলে দেয়।
.
রসূল ﷺ বলেন, "মানুষ হচ্ছে সোনা রূপার খনির মতো। তাই জাহিলি সময়ে যারা সর্বোত্তম, ইসলাম গ্রহণের পরেও তারা উত্তম- যদি তাদের বুঝ থাকে।" (সহীহ মুসলিম, ২৬৩৮)
অর্থাৎ প্রতিটি মানব সন্তান প্রতিভাবান। আর সেই প্রতিভা খুঁজে পেতে খুড়তে হবে তোমার খনি; অতঃপর ময়লা আবর্জনা ঝেড়ে ফেলে আবিষ্কার করতে হবে সোনা রূপার জহরত। এখানে আবর্জনা হচ্ছে তোমার খুঁত, আর সোনা হচ্ছে পারদর্শিতা। এভাবে আমাদের সবার খুঁতগুলো ঝেড়ে ফেলতে হবে; তাহলেই পাবো আমাদের সুপ্ত প্রতিভাগুলো।
তুমি যদি এখনো না জেনে থাক আল্লাহ তা'আলা তোমাকে কীসে দক্ষতা দিয়ে মহিমান্বিত করেছেন, তাহলে এখনি সময় সেগুলো আবিষ্কার করার।
.
আবিষ্কারের অনেকগুলো পদ্ধতি রয়েছে; তার মধ্যে একটি হচ্ছে, নিজেকে নিয়ে ভাবা; অতীত জীবনের দিকে ফিরে তাকানো, দেখা কোন কাজে তুমি ভাল ছিলে। আমরা সকলেই কোনো না কোনো কিছুতে ভাল; এগুলোই আমাদের প্রতিভা। উদাহরণস্বরূপ, তোমার বাল্যকালের স্মৃতিচারণ কর, দেখবে - এক বালক খুব আগ্রহভরে লিখছে, কিংবা দক্ষতার সাথে কথা বলছে, অন্যদের সাহায্য করছে, অথবা কঠিন বিষয়গুলো সমাধান করছে..ইত্যাদি। আমাদের প্রতিভা খুঁজে পেতে শৈশব নিয়ে ভাবাটা এ জন্যই খুব জরুরী, কেননা সেই সময়টা হয় জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে পূত পবিত্র এবং জন্মসূত্র পাওয়া বৈশিষ্ট্যগুলো দেখা যায় দিনের আলোর মতো স্বচ্ছ। প্রতিভার খোঁজে অতীত নিয়ে ভাবাটা খুব কার্যকরী একটি পদ্ধতি।
.
আরেকটি পদ্ধতি হচ্ছে, পরিচিতদের জিজ্ঞেস করা; যারা তোমাকে দীর্ঘদিন যাবত চেনে। যেমন তোমার বাবা-মা, তোমার প্রিয় শিক্ষক, ভাল বন্ধু অথবা সহধর্মিণী। ভাল সাথী, বন্ধুরা তোমার ব্যাপারে যথেষ্ট জানে বলেই খুব সহজেই তোমার দক্ষতা তারা বলে দিতে পারবে। তাই বেড়িয়ে পড়ো এবং জেনে নাও তাদের থেকে। আর যখন জানতে শুরু করবে তুমি কত কিছুতে ভাল... আমি নিশ্চিত তুমি অবাক হবে! অবাক হবে কেননা এতদিন সেগুলোকে খুব স্বাভাবিক ভেবে উপেক্ষা করে চলেছ।
.
তৃতীয় আরেকটি পদ্ধতি হচ্ছে, সর্বদা কোন কোন ভাল কাজের দিকে তোমার মন টানে- সেগুলো নিয়ে ভাবো। সাধারণত সেসব কাজ করতে গিয়ে কোনো এক প্রান্তে তুমি তোমার প্রতিভা খুঁজে পাবে; আর একবার কোন কাজে তুমি দক্ষ সেটা জানতে পারলে এটাও বুঝে যাবে তোমার লক্ষ্য উদ্দেশ্য কী হওয়া উচিত; কী সিদ্ধান্ত নেয়া উচিত যা তোমার সেই লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে নিয়ে যাবে বিদ্যুৎ গতিতে।
.
কখনো ভাববে না তুমি অপদার্থ, তোমার কোনো কিছুতেই দক্ষতা নেই; নিজেকে কখনোই অন্যের সাথে তুলনা করবে না। আবারো বলছি, প্রত্যেকেই স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে জন্মায়। ব্যক্তি সত্ত্বায় আমরা সবাই আলাদা। আর তাই একটি সমাজ সুষ্ঠুভাবে পরিচালনায় আমাদের প্রত্যেকের একে অপরের প্রয়োজন হয়। সবাই যদি একই বিষয়ে দক্ষ হয়, সবার উদ্দেশ্য লক্ষ্য অভিন্ন হয়, সমাজের উন্নতি অসম্ভব। বৈচিত্র্য অবশ্যই প্রয়োজন।
এমন একটি সমাজ নিয়ে ভেবে দেখো তো, যেখানে সবাই আলেম কিংবা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিংবা রাজনীতিবিদ! এমন সমাজ কি টিকে থাকতে পারবে? বিষয়টা হাস্যকর না?
সাহাবিদের রেখে যাওয়া সোনালী যুগের দিকেই তাকিয়ে দেখো, তাদের প্রত্যেকের মাঝে বৈচিত্র্য ছিল। কেউ ছিলেন যোদ্ধা, আলেম, কেউ নেতা কিংবা ব্যবসায়ী; আবার কেউ কেউ ছিলেন কৃষক। তদুপরি সমাজের অগ্রগতিতে তারা প্রত্যেকের উপস্থিতি অসীম ভূমিকা রেখেছে; ফলে তারা হয়েছেন সমগ্র পৃথিবীর অনুসরণীয় ব্যক্তিত্ব।
.
আমরা প্রত্যেকেই বৈচিত্র্যময় এবং প্রতিভাবান। আর তাই আমাদের একে অপরের প্রয়োজন হয়। আমি হয়ত এক বিষয়ে পারদর্শী, তুমি আবার অন্যকিছুতে। এর মানে যে বিষয়ে আমি দুর্বল, সেই বিষয়ে আমাকে তোমার দ্বারস্থ হতে হবে; তেমনিভাবে তুমি যে কাজে দক্ষ নও, সে কাজের জন্য আমার দ্বারস্থ হবে। এভাবেই সমাজ উন্নতি দিকে অগ্রসর হয়। তবে অগ্রসরের চাকা তখনি সামনে আগাবে, যখন আমরা নিজেকে চিনবো।
.
আর নয় দেরি, এখনি ধর দড়ি এবং টেনে তুলো তোমার তলিয়ে যাওয়া প্রতিভা; অতঃপর কাজে লাগাও সেই ঐশ্বরিক যোগ্যতা।
(ভাবানুবাদ)
__________________________________
Ismail Kamdar
বই: Self confidence







কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.