আমরা কি নিজের জন্য নিজেকে পরিবর্তন করব না।

আমরা কি নিজের জন্য নিজেকে পরিবর্তন করব না।
সময় যে কত দ্রুত চলে যাচ্ছে তা নিজে বুঝতে পারছেনা।একদিন হঠাৎ মৃত্যু ফেরেশতা চলে আসবে।তারপর ও আমরা ভবিষৎ নিয়ে পড়ে আছি।
এক মিনিট সময়টা কাজে লাগানো উচিত।

আজকের অধিকাংশ মানুষ শুধু দুনিয়া নিয়ে বিভোর হয়ে আছে ৷ জীবনের সময়গুলো যে আমলবিহীন নিঃশেষ হয়ে যাচ্ছে, এদিকে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। অমনোযোগ-উদাসীনতায় এমনভাবে সময়গুলো খেল, তামাশায় পার করছে, যেন তা আবার ফিরে আসবে! যেন এ মাস আবার ফিরে আসবে! এ দিন আবার তারা ফিরে পাবে! ফিরে আসবে আবার এ ঘন্টা, এ মিনিট, এ সেকেন্ড!
প্রতিনিয়ত আমরা নাফরমানির সাগরে হাবুডুবু খাচ্ছি। প্রত্যেকে কোনো না কোনো অপরাধে লিপ্ত আছি ৷ কেউ যদি একটু নেক কাজ করে, পরক্ষণে আবার গুনাহে লিপ্ত হয়ে পড়ে ৷
.

ইয়াহইয়া বিন মুআয রহ. বলেন :
'হে আদমসন্তান, দুনিয়ার কামনা তোমার মাঝে এতই প্রবল যে, দুনিয়া ছাড়া যেন তোমার কোনো উপায় নেই ৷ আর তুমি আখিরাতের প্রত্যাশা এমনভাবে করছ, যেন আখিরাতের খুব একটা প্রয়োজন তোমার নেই ৷ অথচ, তুমি না চাইলেও দুনিয়াতে তা-ই পাবে, যা তোমার প্রয়োজন ৷ তোমার জন্য যা কিছু নির্ধারিত, এর চেয়ে বেশি তুমি কখনোই পাবে না৷ দুনিয়ার প্রয়োজন তুমি চাওয়া ব্যতীতই পাবে | কিন্তু আখিরাতের মুক্তি চাওয়া ব্যতীত মিলবে না ৷ এ ক্ষেত্রে কি তুমি একটু বুদ্ধি খাটাতে পারো না?"

---রাসুল (ﷺ) বলেনঃ-
বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজেকে উপলব্ধি করতে পারে ও মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। [তিরমিজিঃ--২৪৫৯]

সিফাতুস সাফওয়াহ: ২/২৯৪

কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.