নারী যখন দ্বীনদার হয়

চমৎকার তো💕
গণিতবিদ আল খাওয়ারিজমিকে নারী সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি জওয়াবে বলেছিলেন---
- নারী যখন দ্বীনদার হয়, তখন তার মান ১।
-এর সাথে যখন সৌন্দর্য যোগ হয়, তখন একের সাথে একটা শূন্য যুক্ত হয়। ফলে মান হয় ১০।
-এর পর যখন সম্পদ যোগ হয়, তখন এর সাথে আরেকটা শূন্য যুক্ত হয়ে মান হয় ১০০।
- সর্বশেষ,যখন উপর্যুক্ত তিনটির সাথে তার বংশ মর্যাদা যোগ হয়, তখন একের সাথে আরও একটি শূন্য যুক্ত হয়ে তার মান দাঁড়ায় ১০০০। কিন্তু যখন তার থেকে এক নাম্বারটা (দ্বীনদারী) চলে যায়, তখন তার মান শূন্য ছাড়া আর কিছুই বাকী থাকে না।
আল্লাহুম্মাগফীরলি!



"মহিলাদের পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলা হারাম"।

[সূরা আহযাব- আয়াত ৩২]



"মহিলাদের পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলা হারাম"।

[সূরা আহযাব- আয়াত ৩২]



ইবনু উসাইমিন রহিমাহুল্লাহ বলেন,
“হতাশার সময় ইস্তিগফারকে আবশ্যক করে নাও; কারণ ইস্তিগফার অপার সম্ভাবনার দুয়ার খুলে দেয়।”





কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.