মৃত্যুর নিমন্ত্রণ এসে যাবে হঠাৎ করে

যত আশা আকাঙ্ক্ষা ছিলো দুনিয়া নিয়ে সব কিছু মুহূর্তের মধ্যে নাই হয়ে গেছে মৃত্যুর মাধ্যমে; শেষে গিয়ে না মিললো দুনিয়া না মিললো চিরস্থায়ী আখিরাতের শান্তি। এভাবেই মেকী সুখের কারণে দুনিয়ার পিছনে ছুটে ক্লান্ত ভ্রষ্ট হয়ে আর খুঁজে দেখা হয়নি আসল ঠিকানা।
.
দুনিয়াদারী ভুলিয়ে রাখে মৃত্যুর কথা; যার মাধ্যমে শুরু হবে চিরস্থায়ী জীবনের। সবকিছু জানছি, বুঝছি তবুও কতটা উদাসীন মৃত্যু সম্পর্কে। হয়তো কাছের মানুষের মৃত্যু দেখে কিছুটা অন্তরে দাগ কাটে। অতঃপর আবার শুরু হয়ে যায় সেই দুনিয়া নিয়ে ব্যস্ততা
.
মৃত্যুর চিন্তাই যদি আসলেই চিন্তিত হতাম, তাহলে দুনিয়ার অপ্রয়োজনীয় জিনিস নিয়ে চিন্তা করার সময় পেতাম না; এমন পর্যায়ে নিজেকে নেওয়ার চেষ্টা করতাম যেখানে শুধু আল্লাহ্'র হুকুম এর গোলামি হয়। কিন্তু আমি আছি সেই গাফিলের দলে যে দুনিয়া বেশি চাই আর আখিরাত নামমাত্র।
.
মৃত্যুর নিমন্ত্রণ এসে যাবে হঠাৎ করে,
দুনিয়ার সাথে বিচ্ছিন্ন হবে সকল যোগাযোগ।
চাইলেও আর নিজেকে সংশোধন করা সম্ভব হবে না। তাই মৃত্যুর পূর্বে এখনি সময় নিজের রব আল্লাহ্'র দিকে ফিরে আসার ...

কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.