বারজাখের জীবন (পর্ব -১)

বারজাখের জীবন (পর্ব -১)


মৃত্যুর সাথে সাথে আমাদের রুহ স্থায়ীভাবে আমাদের শরীর থেকে বের হয়ে যাবে এবং পৃথিবী ধ্বংসের ও অনেক পরে ইসরাফীল আঃ এর শিঙ্গার ফুৎকারে মানুষ পুনরায় হাশরের ময়দানে জেগে উঠবে। এর মধ্যবর্তী জীবনটাই হলো বারজাখের জীবন। অর্থাৎ সোজা কথায় কবরের জীবনটাই হলো বারজাখ। আমরা হাশর, কিয়ামাত এসব বিষয়ে কম/ বেশী জানি।তবে বারজাখ বা কবরের জীবনটুকুর বিষয়ে আমাদের জানাশোনা খুবই কম। এই সিরিজে আমরা এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ।
'বারজাখ' শব্দটি কুরআনে ব্যবহৃত হয়েছে। এটি একটি আরবি শব্দ। এর আক্ষরিক অর্থ মধ্যবর্তী বা বাধা। অর্থাৎ এটি এমন একটি মধ্যবর্তী বাধা যা দুটি জিনিসকে আলাদা করে রেখেছে।
বারজাখ বিষয়ে কুরআনে শুধুমাত্র একটি আয়াত এসেছে, যা সরাসরি বারজাখ শব্দটি উল্লেখ করে,সেটা কি তা আমাদের জানাচ্ছে । আল্লাহ রব্বুল আ'লামীন সূরা মুমিনুন এ বলেন "যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বারজাখ" (আয়াতঃ ১০০)
কুরআনে যদিও সরাসরি একটি আয়াতই আছে তবে পরোক্ষভাবে অনেক আয়াতেই আল্লাহ বারজাখের বিষয়টি তুলে ধরেছেন। সূরা তাওবাতে আল্লাহ বলেন, " অচিরেই আমরা তাদেরকে দু’বার শাস্তি দেব তারপর তাদেরকে মহাশাস্তির দিকে প্রত্যাবর্তন করানো হবে।" (আয়াতঃ ১০১)। এই আয়াতের ব্যাখ্যায় কাতাদাহ রহঃ বলেন, দুবার শাস্তি মানে, পাপের কারনে প্রথমবার এই দুনিয়ায় এবং দ্বিতীয়বার কবরে শাস্তি দেয়া হবে। তারপর মহাশাস্তি হলো জাহান্নাম। এরপর সূরা তূর এর ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, "আর নিশ্চয় যারা যুলুম করেছে তাদের জন্য রয়েছে আরো শাস্তি। " ইবনে আব্বাস রহঃ বলেন, এখানে আরো অতিরিক্ত শাস্তি বলতে কবরের আজাবকেই বোঝানো হচ্ছে।
আর পরোক্ষভাবে সবচেয়ে স্পষ্ট করে বারজাখ বিষয়ে বলা হয়েছে সূরা গাফির এ। এই সূরায় আল্লাহ ফেরাউনদ্বয় এর উদ্দ্যেশে বলেন, "আগুন, তাদেরকে তাতে উপস্থিত করা হয় সকাল ও সন্ধ্যায় এবং যেদিন কিয়ামত ঘটবে সেদিন বলা হবে, 'ফিরআউন গোষ্ঠীকে নিক্ষেপ কর কঠোর শাস্তিতে। " (আয়াতঃ ৪৬)এখানে সকাল ও সন্ধ্যায় আগুন দেখানো বলতে কবরের জীবনকেই স্পষ্ট করে বুঝানো হচ্ছে। এবং পরবর্তীতে কঠোর শাস্তি হচ্ছে জাহান্নাম।
আমরা হয়ত ভাবতে পারি বারজাখের বা কবরের জীবন কারো ছোট বা কারো বড়। কিন্তু বিষয়টি এরকম নয়। কারণ বারজাখের জীবন দুনিয়ার সময়ের হিসেবে চলবে না। সেটি সম্পূর্ণ ভিন্ন একটি সময়ের প্রবাহ। সুতরাং একে দুনিয়ার সময়ের হিসেবে ক্যালকুলেট করার সুযোগ নেই। আর এই বারজাখের জীবন কারো জন্য হবে সুশীতল জান্নাতের বাগান আর কারো জন্য জাহান্নামের ভয়াবহ আগুন।
(ইয়াসীর ক্বাদির লেকচার অবলম্বনে অনুবাদকৃত)
Farzana_haque



কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.