এসো জান্নাতের পথে-৯


দুনিয়ায় সফলতা যেন ব্যর্থতায় পরিণত না হয়!!



কন্যাকে বিয়ে দিচ্ছেন?? ভালো কথা-
তার হাত দুটি সাজিয়েছেন চুরি দ্বারা,কানেতে দুল,গলাতে হার,শরীরে দামী শারী!
কিন্তু তার হৃদয়টাকে কি সাজিয়েছেন- আল্লাহ ও তার রাসূলের প্রেম দ্বারা??
ওদিকে- জামাইর বাবাও ছেলেকে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন,অনেক বড় ব্যবসায়ী বানিয়েছেন, কিন্তু একজন খাটি মুসলমান হয়তো বানাননি। তাই তো সংসার চালাতে গিয়ে সকাল সন্ধ্যা দেখতে হচ্ছে তান্ডব নৃত্য!! যেমন-
★ রান্না ভালো হয় নি কেন??
★ চায়ে মিষ্টি কম হয়েছে কেন??
★ শার্টের বোতাম লাগাও নি কেন??
★ বাসায় ফিরতে এতো দেরি কেন??
★ ফোন রিসিভ করো নি কেন??

ঠুনকো এসব অজুহাতে শুরু হয় ঝগড়া বিবাদ, অতঃপর শালিশ দরবার তারপর সংসার ভেঙে চুরমার! কারণ___
এদিকে স্ত্রী জানেনা তার সীমানা কি কতটুকু? ওদিকে স্বামীও জানে না তার সীমানা কি কতটুকু? শশুর শাশুড়ীও জানে না তাদের সীমানা কি? কারণ কেউ-ই হয়তো নবীর তরীকা শিখেন নি! তাই সংসার জীবন নিয়ে বাড়ছে হতাশা।

কিন্তু এর কারণ কি??
কারণ একটাই- দ্বীনদারীর অভাব! নবীওয়ালা চরিত্র বা দ্বীনদারী না থাকার কারণে নিত্যসঙ্গী হয়ে গেছে সাংসারিক দ্বন্দ্ব-সংঘাত। অতঃপর অশান্তির তাপদাহে পুরে খাক হচ্ছে মানুষের ব্যক্তিগত,পারিবারিক, সামাজিক এবং আখিরাতের জীবন!

একটু খোজ নিয়ে দেখুন___
নিজ ঘর থেকে বিতারিত হয়ে কত বৃদ্ধের চোখের পানিই আজ আশ্রমে ঝরে! কারণ অনেকেই সন্তানকে এটা বানিয়েছে, ওটা বানিয়েছে,উচ্চ শিক্ষার জন্য বিদেশ পাঠিয়েছে। কিন্তু আফসোস! অত্যন্ত পরিতাপের বিষয়,, সন্তান কে দুনিয়া শিখানো হয়েছে, শিখানে হয় নি সহিহ শুদ্ধ দ্বীন! শিখানো হয় নি সন্তানের উপর বাবা-মার দায়িত্ব কর্তব্য কি,বাবা-মার উপর সন্তানের দায়িত্ব কর্তব্য কি!
তাই তো অনেক পিতা-মাতা আজ নিজ সন্তানের হাতেই লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অত্যাচারিত এমনকি হত্যার শিকারও হচ্ছেন!!

আফসোস আফসোস!!
কান পেতে শুনুন___ ধনী গরীব, ক্ষমতাবান,সম্পদশালী অনেকের ঘরেই আজ কান্নার আওয়াজ। কারণ অর্থের নয়- দ্বীনদারীর অভাব!

এ থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত নয় কি? নইলে আমাদেরকেও যে একদিন লাঞ্ছিত হতে হবে না, আশ্রমে যেতে হবে না, তার কি গ্যারান্টি আছে!!
তাই সন্তানকে দ্বীন সম্পর্কে সহিহ শুদ্ধ জ্ঞান দেয়া বাবা-মার কর্তব্য নয় কি! আশা করা যায়,সন্তানের মাঝে সত্যিকারের দ্বীনদারী থাকলে এমনটা হওয়ার আশংকা অনেকাংশেই কমে যায়।

কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.