বারযাখের জীবন সিরিজ: পর্ব ০৮


বারযাখের জীবন সিরিজ: পর্ব ০৮


বারযাখের সাথে যোগাযোগ

মৃত কি আমাদের কথা শুনতে পায়? এটি গায়েবের বিষয়। কুরআন হাদীসের স্পষ্ট দলীল ছাড়া এর জবাব দেওয়া সম্ভব নয়। সাধারণ অবস্থায় পৃথিবীতে ঘটমান কোনো কিছুই মৃত ব্যক্তি শুনতে পায় না। এর দলীল হলো নিম্নের আয়াত,
.
"আপনি আহ্বান শোনাতে পারবেন না মৃতদেরকে এবং বধিরকেও নয়, যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়।" (সূরা নামল ২৭:৮০)
.
এ আয়াতে একগুঁয়ে কাফিরদের কথা বলা হচ্ছে। তারা আল্লাহর আয়াত শুনতে অনিচ্ছুক। তাদের এই শ্রবণের অক্ষমতাকে তুলনা করা হয়েছে মৃতের সাথে। এ থেকে বোঝা যায় মৃত ব্যক্তি কিছু শুনতে পায় না।
.
মুশরিকরা তাদের নেককার মৃত পূর্বপুরুষদের ইবাদাত করতো। হাশরের মাঠে এসব নেককার লোক তাঁদের উপাসকদের কোনো সাহায্য করবেন না। মৃত অবস্থায় যে তাঁরা শুনতে পান না, সে ব্যাপারে আল্লাহ বলেন,
.
"তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের সে ডাক শুনে না। শুনলেও তোমাদের ডাকে সাড়া দিতো না। কেয়ামতের দিন তারা তোমাদের শিরক অস্বীকার করবে।" (সূরা ফাতির ৩৫:১৪)
.
কিছু ব্যতিক্রম ক্ষেত্রে আল্লাহ মৃতকে শোনার ক্ষমতা দেন। যেমন:
- বদরের যুদ্ধে কিছু নিকৃষ্ট কুরাইশের লাশ একটি ময়লা পরিত্যক্ত কুয়ায় ফেলা হয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নিয়মানিযায়ী তিনদিন যুদ্ধক্ষেত্রের কাছে অবস্থান করেন। ফিরে যাবার সময় তিনি সেসব কুয়ার কাছে গিয়ে বলেন, "হে অমুকের পুত্র অমুক! তোমার কি এখন আফসোস হচ্ছে না যে তোমরা যদি আল্লাহ ও তাঁর রাসূলকে মানতে? আমরা আমাদের রবের ওয়াদা সত্য পেয়েছি। তোমরা তোমাদের রবের ওয়াদা সত্য পেয়েছো কি?" সেসব লাশকে আল্লাহ বিশেষ অনুমতিতে শোনার ক্ষমতা দিয়েছিলেন যাতে তারা আফসোস করে।
- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরূদ পড়লে তিনি আল্লাহর বিশেষ অনুগ্রহে তা শুনতে পান।
- কবরে সওয়াল জওয়াব শুরুর আগের সময়টাতে মৃত তার স্বজনদের চলে যাওয়ার পদধ্বনি শুনতে পায়।
.
(চলবে ইনশাআল্লাহ...)
.
সহায়ক গ্রন্থ: আল হায়াত ফিল বারযাখ (শায়খ আল জিবালি)






কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.