বারযাখের জীবন সিরিজ: পর্ব ০৭


বারযাখের জীবন সিরিজ: পর্ব ০৭


আযাব থেকে রক্ষাকারী

কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার উপায় হলো মুসলিম হয়ে মারা যাওয়া ও কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। এছাড়া বিশেষ কিছু অবস্থা কবরের আযাব থেকে ঢাল হয়। যেমন-
.
১। জিহাদে শহীদ হওয়া। মাথার ওপর অস্ত্রের ঝলকানি দেখতে পাওয়াটাই শহীদের জন্য যথেষ্ট ফিতনা (পরীক্ষা)। তার আর আযাব হবে না। তার জন্য সাতটি মর্যাদা থাকে। রক্ত প্রবাহিত হওয়া মাত্র মাগফিরাত লাভ হয়। তাকে জান্নাত দেখানো হয়। তাকে ঈমানের পোশাক পরানো হয়। ৭২ জন হুর সে লাভ করে। তার কবরের আযাব মাফ হয়। তাকে মর্যাদার তাজ পরানো হয় যার একেকটি রত্ন দুনিয়ার সবকিছু থেকে উত্তম। সে ৭০ জন আত্মীয়ের জন্য সুপারিশ করতে পারে।
.
২। আল্লাহর রাস্তায় সীমান্ত প্রহরা দেওয়া। এই আমলকারী নিহত হলে কিয়ামাত পর্যন্ত তার আমলনামায় সাওয়াব যোগ হতে থাকে।
.
৩। কোনো মুসলিম পেটের পীড়ায় মারা গেলে কবরের আযাব মাফ হয়ে যায়।
.
৪। নিয়মিত সূরাহ মুলক পড়া।
.
৫। জুমুআর দিন মারা যাওয়া।
.
(চলবে ইনশাআল্লাহ...)
.
সহায়ক গ্রন্থ: আলহায়াত ফিল বারযাখ (শায়খ মুহাম্মাদ আল-জিবালি)








কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.