বারযাখের জীবন সিরিজ: পর্ব ০৬


বারযাখের জীবন সিরিজ: পর্ব ০৬

বারযাখে শাস্তিযোগ্য পাপসমূহ

.
বারযাখে কোন গুনাহের জন্য কোন শাস্তি দেওয়া হবে এ ব্যাপারে অনেক রেওয়ায়েত এসেছে। এর বাইরেও এমন অনেক পাপ থাকতে পারে যার কথা হাদীসে আসেনি। নিচে কিছু গুনাহের কথা উল্লেখ করা হলো যার শাস্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জানিয়েছেন।
.
কাফিরের শাস্তি কবরে সবচেয়ে ভয়াবহ হবে, যেহেতু কুফর হলো সবচেয়ে বড় পাপ।
.
কুরআন অস্বীকারকারী ও সালাতের ত্যাগকারী চিত হয়ে শোয়া থাকবে। একজন শাস্তিদাতা তার মাথা একটি পাথরের চাঁই দিয়ে ক্রমাগত ভাঙতে থাকবে।
.
মিথ্যা কথা ছড়ানো ব্যক্তির মুখ, নাক ও চোখ একটি ধারালো সাঁড়াশি দিয়ে মাথার পেছন পর্যন্ত বারবার কাটা হতে থাকবে।
.
ব্যভিচারী নারী পুরুষদের তন্দুর চুলার মত একটি জায়গায় উলঙ্গ করে রাখা হবে যার মুখ সরু আর তলা প্রশস্ত। বারবার এর নিচ থেকে আগুন উঠে আসবে আর তারা উপরের দিকে পালাতে চাইবে।
.
সুদখোর একটি রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে। যতবার পাড়ে এসে উঠতে চাইবে, পাড়ে দাঁড়ানো এক শাস্তিদাতা তার মুখে পাথর মেরে আবার তাকে নদীতে ফেলে দিবে।
.
মূত্রের ফোঁটা থেকে সঠিকভাবে পরিষ্কার না হওয়ার কারণে সবচেয়ে কঠিন শাস্তি হবে (অর্থাৎ কুফরের শাস্তির পর এই শাস্তির মাত্রা সবচেয়ে বেশি)। তবে এর শাস্তির বর্ণনা হাদীসে নির্দিষ্ট করে বলা হয়নি।
.
যার আত্মীয়রা তার মৃত্যুতে মাতম করে (যদি সে এই কাজ করতে জীবদ্দশায় তাদের শিখিয়ে থাকে), তার আযাব মাতমের সাথে সাথে বৃদ্ধি করা হবে। (উল্লেখ্য হাসান-হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহুমা কাউকে তাঁদের জন্য মাতম করতে বলেননি)।
.
যার আত্মীয়রা তার অতিরিক্ত প্রশংসা করতে থাকে, দুজন ফেরেশতা নিযুক্ত হয়ে তার গর্দানে আঘাত করে বলে, “তুমি কি এমন ছিলে?”
.
যে ব্যক্তি নামিমাহ (অপবাদ) রটিয়ে বেড়ায় তার শাস্তিও বারযাখে খুব কঠোর তবে নির্দিষ্ট বর্ণনা হাদীসে আসেনি।
.
(চলবে ইনশাআল্লাহ…)
.
সহায়ক গ্রন্থ আল-হায়াত ফিল বারযাখ (শায়খ মুহাম্মাদ আল-জিবালি)






কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.