বারযাখের জীবন সিরিজ: পর্ব ০৫


বারযাখের জীবন সিরিজ: পর্ব ০৫

আত্মাগুলো কোথায়?

.
পূর্বে উল্লেখিত হাদীসগুলোতে দেখা গেছে রুহগুলো আসমানে নিয়ে তাদের আমলনামা ইল্লিয়্যুন বা সিজ্জিনে রেখে রুহকে আবার দেহে ফিরিয়ে আনা হয়। আবার এক হাদীসে আছে শহীদদের আত্মা জান্নাতে সবুজ পাখির অন্তরে থেকে সেখানের ফলপাকড় খেয়ে বেড়ায়। আবার মূসা আলাইহিসসালামকে রাসূল সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম দেখেছেন কবরের ভেতর ইবাদাতে মগ্ন। সেই একই মূসা আলাইহিসসালামের সাথে মিরাজের সময় ষষ্ঠ আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখা হয়।
.
এসব বর্ণনার মাঝে আসলে কোনো বৈপরীত্য নেই। কারণ এগুলো গায়েবের বিষয়। সেখানকার আকৃতি, মাত্রা ইত্যাদি কিছুই আমরা জানি না। গর্ভে থাকা সন্তানের কাছে যেমন দুনিয়ার সকল বিষয় অকল্পনীয়। রুহের সাথে দেহের যোগাযোগ থাকা, আবার একই সময়ে সেই রুহ আসমানে বা জান্নাতে থাকা অবশ্যই সম্ভব। আমাদের জানা প্রাকৃতিক নিয়মগুলো আল্লাহর সৃষ্টি। বারযাখের জীবনের বিশেষ প্রাকৃতিক নিয়মগুলোও আল্লাহরই সৃষ্টি।
.

নবীগণ শহীদগণ

.
সহীহ বর্ণনা থেকে প্রমাণিত আছে যে নবীগণ আলাইহিমুসসালাম কবরে জীবিত থাকেন। সেগুলো বারযাখের বিশেষ ধরনের জীবন। সাধারণ মুমিন কবরে ঘুমিয়ে থাকে। সকাল সন্ধ্যায় তাদেরকে জান্নাত-জাহান্নাম দেখানো হয়। আর নবীগণ আল্লাহর আদেশে বারযাখের বিশেষ জীবন যাপন করেন। সেখানে তাঁরা ইবাদাতে মগ্ন থাকেন। নবীদের দেহ ভক্ষণ করা মাটির জন্য হারাম। রাসূলুল্লাহর উপর দরুদ পড়া হলে ফেরেশতাগণ তাঁর কাছে সে খবর নিয়ে যান। বলেন "অমুকের সন্তান তমুক আপনাকে সালাম জানিয়েছেন।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জবাব দিয়ে থাকেন। বিশেষ করে জুমুআর দিন বেশি করে দরুদ পড়তে বলা হয়েছে।
.
শহীদগণের আত্মা জান্নাতে সবুজ পাখির অন্তরে থেকে জান্নাতের নদী থেকে পান করে, সেখানকার ফল খায়, আরশের ছায়ায় ঝুলন্ত স্বর্ণনির্মিত স্থানে বিশ্রাম নেয়। উহুদে শহীদ হওয়া সাহাবাগণের ব্যাপারে এরকম এক বর্ণনায় বলা হয়েছে, তাঁরা এসব নিয়ামাত ভোগ করার পর বলেছেন "আমাদের পক্ষ থেকে আমাদের ভাইকে কে জানিয়ে দেবে যে আমরা জান্নাতে জীবিত আছি এবং রিযিক পাচ্ছি? যাতে তারা জিহাদ পরিত্যাগ না করে এবং ময়দান থেকে পিছু না হটে।" আল্লাহ বললেন, "আমি তোমাদের পক্ষ থেকে জানিয়ে দেবো।" হাদীসটি আছে আহমাদ ও আবু দাউদে।
.
(চলবে ইনশাআল্লাহ...)
.
সহায়ক গ্রন্থ: আল-হায়াত ফিল বারযাখ (শায়খ মুহাম্মাদ মুস্তাফা আল-জিবালি)






কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.