-- স্বপ্নের কাঁটা--


প্রতিটি মানুষের একটি স্বপ্ন থাকে। প্রতিটি মানুষের স্বপ্ন এক হওয়া যেমন অস্বাভাবাবিক ঠিক তেমনি কোন বাধা চাড়া স্বপ্ন পূরন করাও অস্বাভাবিক।
এমন কিছু পরিস্থিতি আছে যা আমাদের অনেককেই অতিবাহিত করতে হয়। যা আমাদের বেড়ে উঠার পথে দুঃসহনীয় বস্তু হয়ে দাঁড়ায়। যার মোকাবেলা করা শুধু দুর্লভ নয় দুঃসাধ্য ও বটে।
নিষ্ঠুর কিছু পরিস্থিতি:-
১.--কিছু মানুষ পড়ালেখা করে সার্টিপিকেটের যোগ্যতার জন্য। কারন তারা সমাজে মান-সম্মান নিয়ে বাঁচতে চায়। এদের কোন উমেদারীর চিন্তা থাকেনা।
এদের বেশিরভাগ মানুষের মধ্যে মনুষত্য এবং মানবতা অনুপিস্থিত থাকে।
২-- কিছু মানুষ পড়ালেখা করে সেল্প ডেভেলপমেন্টের জন্য,নিজের ভিতর লুকিয়ে থাকা মনুষত্যকে বিকশিত করে মানবতায় রুপ দেওয়ার জন্য।
এই শ্রেনির মানুষগুলা সার্টিপিকেটে বিশ্বাস করেনা,এরা পরিক্ষার খাতা মূল্যায়নে বিশ্বাস করেনা,-- বাংলাদেশে এ ২টি বিশ্বাস একজন মেধাবী শিক্ষার্থীর নিকট আতঙ্ক। এ ২টি বিশ্বাস শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ধ্বংস করে।
★★-- স্বপ্ন পূরনের পথে যে দুটি পরিস্থিতি আপনাকে দেউলিয়া করে তুলবে:
১.আপনি পড়ালেখা করে অদূর ভবিষ্যৎ পাড়ি দিতে চাইবেন,নিজ মেধা দ্বারা জাতির কল্যান সাধন করতে চাইবেন। কিন্তু আপনার পরিবার চাইবে আপনি মোটা অঙ্কের বেতনে চাকরি করে তাদের কষ্টের পরিসমাপ্তি ঘটান। এক কথায় পরিবার থেকে আপনি সাপোর্ট পাবেননা। তখন পরিবারে চাহিদা রক্ষার্থে আপনি আর সামনে চলতে পারবেননা।
২.আপনি পড়াশুনা করে একজন আদর্শ সুশিক্ষিত মানুষ হতে চাইবেন, আপনার পরিবার ও এটা চাইবে কিন্তু অর্থের দূর্লভতা আপনাকে সহজে সামনে চলতে দিবেনা। জীবন সংগ্রামে আপনাকেই সেনাপতির ভূমিকা পালন করতে হবে।
এ দুটি বাস্তবিক বাধা যাদের জীবনে বিন্দুমাত্রও প্রতিফলিত হয়না তারা ঠিকমত নিজেকে চিনতে পারেনা।
আর কেউ যদি কোন একটি বাধা অথবা দুটি বাধা অতিক্রম করে স্বপ্নের চূড়ায় পৌঁছাতে পারেন তাহলে আপনি বাধা অতিক্রমের পরিমান অনুযায়ী সফলতার স্বাধ ভোগ করতে পারবেন। তবে আপনি সফল হবেন- এটা নিশ্চিত।
ধৈর্য,আল্লাহর উপর ভরসা,আল্লাহর নিকট প্রার্থনা ব্যতীত বাধা অতিক্রম করে আপনি সফলতার স্বাধ ভোগ করতে পারলেও তৃপ্তি পাবেননা।
আল্লাহ সবকিছু বান্দার ভালোর জন্যই করেন। তিনি সবকিছু একাই করেছেন,করেন এবং করবেন।
------------- আল্লাহ একমাত্র মালিক----------





কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.