জীবন - মৃত্যু -জীবন-১


জীবন-১


দুনিয়ায় প্রতিটা প্রানীকেই মরন এর স্বাদ গ্রহন করতে হবে।আপনার মরন এর সময় একটা অন্য রকম অনুভুতি কাজ করছে। চারিদিকে সুভাস এ ভরে গেছে,দেখছেন অসংখ্য ফেরেস্তার ভিড় জমে গেছে আপনার বাসায়।অন্যরকম একটা অনুভুতি নিয়ে আপনি শেষ কালিমা পড়লেন""লা ইলাহা ইল্লাল্লা, মুহাম্মাদুর রাসুলুল্লাহ""। তার মদ্ধে থেকে একটা ফেরেশতা আগিয়ে আসলো,আপনি বুজলেন ইনি মালাকুল মাউত।তিনি একজন ভালো মানুষের বেশে আপনার কাছে আসলো,এসে বললো, "হে পবিত্র সন্তান,আল্লাহর আদেশে বেরিয়ে আসো""। তখন আপনি লক্ষ্য করলেন,কি সুন্দর ভাবে আপনার জান কবজ করা হলো৷তারপর ফেরেশতারা আপনাকে ৭ম আসমানে নিয়ে চলে গেল,সেইখানে দেখলেন ফেরেশতারা আপনার প্রশংসা করছিল এবং স্বয়ং আল্লাহ আপনার প্রশংসা করে বললো, " হে পবিত্র সন্তান,তোমাকে মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে,আবার মাটিতেই পাঠানো হবে এবং এই মাটি থেকেই আবার বানানো হবে""।তারপর ফেরেশতারা আবার আপনাকে দুনিয়ায় নিয়ে চলে আসবে,তখন দেখবেন আপনার কবর দিয়ার কাজ শুরু হয়ে গেছে,আপনি সব কিছু দেখতে পাচ্ছেন,কিন্তু আপনার কিছুই করার নাই।

অপরদিকে যার ঈমান নিয়ে মরতে পারে নি,তাদের অবস্থা উলটো হয়ে যাবে।তাদের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকবে,সারাজীবন খারাপ কাজ করার অনুশোচনা আর মরন এর ভয়ে তারা অসহ্য হয়ে যাবে।মরন এর সময় তাদের কাছে মালাকুল মাউত আসবে অনেক ভয়ংকর রুপে,তাকে দেখেই তার অন্তর আত্না লাফাতে থাকবে,সে কালিম পড়তে চাইবে কিন্তু একি হচ্ছে,সে তো কালিম পড়তে পারছে না।ভয়ে সে কাঠ হয়ে যাবে।
এমন সময় মালাকুল মাউত তার সামনে এসে বলবে,
"হে অপবিত্র সন্তান,এই অপবিত্র শরীর থেকে বেরিয়ে আয়, তোর জন্য শাস্তি অপেক্ষা করছে""।এই কন্ঠ এত ভয়ংকর যে শোনা মাত্র আপনার আত্না ভয়ে লুকাতে চাইবে,তখন আযরাইল (আঃ) এর বাম হাত তার ভিতরে ঠুকিয়ে দিয়ে বাহির করবে,এক অসহ্য যন্ত্রনা নিয়ে আপনার মরন হবে।তারপর সমস্ত ফেরেশতা আপনাকে ধিক্কার দিতো।তারপর আপনাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হতো,কিন্তু তা আপনাকে খুলে দিয়া হতো না,তখন সুনতে পেতেন আল্লাহর রাগান্বিত কন্ঠ,আপনাকে বললো তাকে তার কবর এর দিকে ছুড়ে ফেলো।
আপনার কপালটা কিন্তু মতো না,,কারন আপনি ঈমান নিয়ে যেতে পারছেন,এক অসম্ভব ভালো লাগা কাজ করছে আপনার।।
এরপর আপনাকে কবর দিয়ে হলো,এই প্রথম আপনি একা হয়ে গেলেন,সেই অন্ধকার জীবনে আপনি একা পাড়ি দিবেন,কিয়ামত পর্যন্ত।

এরপর আপনার কবরের জীবন শুরু হলো।ইনশাআল্লাহ এর পরের বার কবর এর জীবন আলোচনা করবো।

কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.