জীবন - মৃত্যু -জীবন-২

মরণ-২

আপনাকে কবর দেয়া হলো,আপনি শুনতে পাচ্ছেন আপনার কাছের মানুষেরা আপনার জন্য দোয়া করছে,কিন্তু আপনি ও জানেন, তারা ও জানে তাদের কে চলে যেতে হবে।আপনাকে যখন শুয়ে দিয়া হলো তারকিছুক্ষন পর আপনি দেখতে পেলেন আপনার কবর সংকুচিত হয়ে আসছে,চার পাশের মাটি আপনাকে চেপে ধরলো, তাতে আপনার শরীর এর একপাশের হাড় অন্যপাশে চলে গেল,আপনি ভাবছেন আপনার কি শাস্তি হচ্ছে,তাহলে কি আপনি শাস্তি পাওয়া মানুষ এর দলে।তখন আপনার মনে হলো,নবিজি একদিন বলেছিল মাটি সবাইকে চেপে ধরবে,যদি কেও বাচতো সে হতো সাদ ইবনে মোয়াদ,যার মরন এ আল্লাহর আরশ কেপে উঠেছিল,যার জানাজা তে ৭০ হাজার ফেরেশতা নেমে এসেছিল,তাকে ও মাটি চেপে ধরেছিল।এইটাই আল্লাহর হুকুম।

এরপর ২ জন ফেরেশতা আসবে মুনকার আর নাকির,তারা ভয়ংকর রুপ নিয়ে আসবে আর ৩ টা প্রশ্ন করবে,
১.তোমার রব কে?
২.তোমার দ্বীন কি? এবং,
৩.এইখানে যেই লোকটিকে দেখছো সে কে(নবিকে দেখিয়ে বলা হবে).
তখন,যে রবের হবাদত আপনি সারাজীবন ধরে করে আসছেন,অপরাধ করলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে,নবিকে ভালো বেসেছেন,সেই আপনাকে যখন জিজ্ঞেস করা হবে আপনার রব কে,আপনি না বলে থাকবেন কিভাবে??আপনি মুচকি হেসে উত্তর দিবেন,
১.আমার রব আল্লাহ,
২.আমার দ্বীন ইসলাম,এবং
৩.ওই লোকটি হলো হজরত মুহাম্মাদ (সাঃ)।
উত্তর সুনে মুনকার নাকির বলবে,তুমি সত্য বলেছো,তখন আপনার কবর বড় হয়ে যাবে এবং জান্নাত এর দরজা খুলে দিয়া হবে।আর জান্নাত এর সুমধুর বাতাস বইতে থাকবে।তখন আপনাকে একটা ভিডিও দেখানো হবে,এ তো বর্তমান যুগের কোন প্রযুক্তির মত না,তার চেয়ে ও কোটি গুন উন্নত,সেইখানে অনেক আগুন,শাস্তি আর হিংস্র সব জন্তু থাকবে,ফেরেশতা বলবে এইটা আপনার গন্তব্য হতো যদি আপনি আল্লাহর হুকুম না মানতেন,
এরপর আরেকটা ভিডিও দেখানো হবে,যার চারপাশ অনেক সুন্দর,নদী বয়ে যাচ্ছে যার দিকে তাকিয়ে হাজার হাজার মাস পার করে দিয়া সম্ভব।তার পর বলা হবে এইটাই আপনার গন্তব্য।

অপরদিকে যারা খারাপ কাজ করবে তাদের অবস্থা অনেক ভয়াবহ।তাদের কাছে যখন মুনকার নাকির এসে প্রশ্ন জিজ্ঞেস করবে তখন তারা আমতা আমতা করবে কারন তারা তো আল্লাহর পথে ছিল না,ভালো ভাবে চলে নি,পাপ থেকে বাচে নি,তারা বলবে আমি জানি না।
তখন ফেরেশতা বলবে তুমি মিথ্যা বলেছে,তখন তার মাথায় জোরে একটা হাতুড়ি দিয়ে বাড়ি মারা হবে,যার আঘাতে সে চিতকার দিয়ে উঠবে,যার শব্দ জীন আর মানুষ বাদ দিয়ে সবাই শুনতে পাবে।তার কবর এ জাহান্নাম এর দরজা খুলে দিয়া হবে।
তারপর তার সামনে জান্নাত এর ভিডিও দেখানো হবে,তারপর বলা হবে এইটা তার গন্তব্য হতো,সে যদি ভালো কাজ করতো,তারপর জাহান্নাম এর ভিডিও দেখানো হবে তারপর বলা হবে এইটাই তার গন্তব্য হবে।তারপর তার কবর এর আযাব শুরু হবে।
তার জান্নাত আর জাহান্নাম দেখার পর এত অনুশোচনা হবে যে, আর কোন শাস্তি না দিলে ও সেইটা তার জন্য কষ্টকর হয়ে যেত,কিন্তু তার এর চেয়ে ও অনেক বেশি শাস্তি হবে।
আল্লাহ আমাদের সবাইকে কবর এর প্রশ্নের উত্তর দিয়ার তৈফিক দান করুন,আমিন।
আগামি পর্বে কবর এর আযাব আলোচনা করব ইনশাআল্লাহ।

কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.