এক হাজার পুরুষের চেয়েও উত্তম যে নারী!

এক_হাজার_পুরুষের_চেয়েও_উত্তম_যে_নারী!


এক হাজার পুরুষের চেয়েও উত্তম যে নারী!

সেই দিন সায়াদ রাঃ.এর বীরত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মুগ্ধ করেছিল। শুধু কি সাদ রাঃ? না! এমনকি এক নারীর বীরত্বেও মুগ্ধ হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সেই যুদ্ধে শুধুমাত্র একজন নারী সাহাবী অংশগ্রহণ করেছিলেন। কিন্তু তিনি একাই ছিলেন এক হাজার জন পুরুষের সমান। তিনি ছিলেন উম্মে ইমারাহ রাঃ.।
যখন তিনি দেখলেন তাঁর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুশমনেরা ঘিরে ফেলেছে, আক্রমণ করছে চারদিক থেকে। তখন তিনি আহত মুসলিমদের পানি খাওয়ার পাত্র হাত থেকে ফেলে ছুটলেন তাঁর প্রিয় রাসূলকে সাহায্য করতে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সম্পর্কে বলেন, "উম্মে ইমারাহ সেদিন যা করেছিল তা আমি আগে কখনো দেখিনি। আমি ডানে তাকালাম, দেখি উম্মে ইমারাহ শত্রুর হাত থেকে আমাকে বাঁচানোর জন্য লড়ছে, বামে তাকালাম, দেখি সেখানেও উম্মে ইমারাহ আমাকে রক্ষা করার জন্য লড়ছে।"
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই যুদ্ধ ক্ষেত্রেই উম্মে ইমারাহ কে বলেন, "হে উম্মে ইমারাহ্! তুমি যে কষ্ট সহ্য করছো, তা কজন করতে পারে? হে উম্মে ইমারাহ! কিছু চাও আমার কাছে। হে উম্মে ইমারাহ! তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। উম্মে ইমারাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ্! আমাদের চাওয়া তো এটাই, জান্নাতে আপনার সহচার্য পাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, জান্নাতে তুমি আমার সাথেই থাকবে।"
আল্লাহু আকবার!
"কোথায় পাবে তুমি এমন মাহীয়সী নারী?"
"রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূ আনহুম"

-শায়েখ খালিদ আল রশিদ হাফিঃ।


[ আল্লাহ রাগান্বিত হলে কি করেন (!
( Maulana Tariq Jameel)(Bangla Subtitile)
!!
(মুসা (আ.) প্রশ্ন করলে, "ইয়া আল্লাহ- যখন তুমি রাগান্বিত হোন, আমরা কিভাবে বুঝব (!
(আজকাল নিজের বান্দার উপর রাগান্বিত (!
(আল্লাহতালা ফরমান, "যখন আমি রাগান্বিত হই, ক্ষমতা বোকাদের দেই, টাকা কৃপনদের দেই, যারা গণনা করে খুশি হয় এবং বৃষ্টি অসময়ে করি।
(বৃষ্টি অসময়ে হয়, টাকা কৃপনদের কাছে, হুকুমত নিকাম্মাদের দিয়ে দেই।
(ইয়া আল্লাহ- যখন তুমি খুশি হন(!

দুনিয়ার সমস্ত চিন্তার ভার ছেড়ে দিন পরওয়ারদিগারের উপর। আপনার ভাবনা তিনিই ভাববেন।
আপনি শুধু আখিরাতের ভাবনা ভাবুন। আপনার অন্তর আলোকিত হয়ে উঠবে ইনশাআল্লাহ্। উভয় জগতের সফলতা ধরা দেবে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলার সন্তুষ্টিতে।



"রসূল (স:)-বলেন-
যে ব্যক্তি সত্য অন্তর নিয়ে আল্লাহর নিকট শাহাদত প্রার্থনা করবে তাকে আল্লাহ তা'আলা শহীদদের মর্যাদায় পৌঁছাবেন যদিও তার মৃত্যু নিজ বিছানায় হয়।"
___ [ মুসলিম ]

1 টি মন্তব্য:

  1. লেখক কে অনেক ধন্যবাদ।
    আপনি লিখে যান কেউ না কেউ অবশ্যই পড়বে।

    উত্তরমুছুন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.