আফসোস আমরা যদি বুঝতাম!

আফসোস আমরা যদি বুঝতাম!
আশ্চর্যের বিষয় হচ্ছে,তুমি আল্লাহ কে চিনতে পারলে কিন্তু তাকে ভালোবাসলে না।তাঁর পথের দাওয়াত পেলে,কিন্তু জবাব দিচ্ছ না।তুমি জানো,তাঁর সাথে লেনদেনে কত লাভ, তবুও লেনদেন করছো অন্যের সাথে।ভোগ করেছো তাঁর অবাধ্যতার শাস্তি, একাকিত্বের যন্ত্রণা, তবুও আনুগত্যের মাঝে খুঁজছো না তাঁর ঘনিষ্ঠতা। তাঁকে ছেড়ে অন্য কাউকে মন দেবার শাস্তি ভোগ করেছো,তবুও তা থেকে পালিয়ে যাচ্ছো না, ফিরে আসতো না তাঁর প্রস্তুতকৃত চিরসুখের দিকে, তাঁর সান্নিধ্যের দিকে।
এর চেয়েও আশ্চর্যজনক কী বলব?
তুমি জানো,তাঁর থেকে পালাবার জো নেই,প্রতিটা মুহূর্তে কত প্রয়োজন তাঁকে, তবুও তুমি অন্যমনস্ক হয়ে আছো; তাঁর থেকে দূরে সরিয়ে দেয় এমন বিষয় নিয়ে পড়ে আছো,,,,,,,,,,,,,,,,,,,,,,,!
_ইবনুল কায়্যিম রাহিমাহুল্লাহ
নিশ্চয় কথাগুলোর মাঝে কেবল জ্ঞানীদের জন্য রয়েছে উপদেশ!

কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.