যতজন বোনেরা এই লেখাটা দেখবেন তাদের কি একটু সময় হবে এটা পড়ার?


যতজন বোনেরা এই লেখাটা দেখবেন তাদের কি একটু সময় হবে এটা পড়ার? একটু লম্বা, তবে আপনাদের সময় অপচয় করার মতো কিছু লিখিনি বোন।


:
আমাদের অনেক বোনই আছেন, যারা যান্ত্রিক জীবন যাপনে অভ্যস্থ হয়ে পড়েছেন।
দুনিয়ার চাকচিক্য, মিউজিক, ফ্রি মাইন্ডের নামে উচ্ছৃঙখলতা আমাদের কাছে স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। ছেলেদের সাথে আমরা আমাদের ব্যক্তিগত, অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার নিয়েও খোল্লম খোলাভাবে কথা বলি, আধুনিকতার নামে অনেক বাজে শব্দ আমরা কথায় কথায় ব্যবহার করি।
আমাদের জীবন যে কতটা নির্লিপ্ত ও পাপিষ্ঠের জীবনে পরিণত হচ্ছে আমরা তা বুঝতেও পারি না।
.
না পারাটাই কি স্বাভাবিক না!
আমরা যাদের সাথে মিশবো তাদের প্রভাব আমাদের উপর পড়বেই।
আমরা যদি আমাদের রবের শেখানো পথ থেকে দূরে গিয়ে ঐ পথে যেদিন আল্লাহ নেবেন সেদিন যাবো বলি, কিংবা সে পথটাকে বিন্দুমাত্র শ্রদ্ধাও না জানিয়ে ছুড়ে ফেলে দিতে চাই তবে এসব তো স্বাভাবিক মনে হবেই।
.
যে তার রবকে ভালোবাসেনি সে কিভাবে বুঝবে ঐ ভালোবাসাতে যে সুখ, সে সুখের কোনো তুলনা নেই।
.
আসুন না বোন! একটু আমরা আমাদের রবকে ভালোবাসার চেষ্টা করি।
.
এক্ষেত্রে করণীয় কি?
সবার আগে আপনার উচ্ছৃঙখল বান্ধবীগুলো হতে স্রেফ একটা মাস দূরে থাকুন।
ভাবছেন সম্ভব না?
মানুষ পিয়াজ ছাড়া রান্না করে খেতে পারছে আর আপনি ভাবছেন কুসঙ্গ ছাড়া অসম্ভব?
আসলে বোন অসম্ভব বলতে পৃথিবীতে কিছুই নেই। যাক!
.
এরপরের স্টেপটা কি?
ফোন থেকে, পিসি/ল্যাপটপ থেকে সব গান, অশ্লিল মুভি শিফট + ডিলিট।
জ্বি, এক্ষুণি করুন!
কাল কাল করে, কাল আর নাও আসতে পারে।
অনেকের জীবনেই আগামীকালটা আর আসেনি বোন।
শিফট + ডিলিট, ডান?
.
এবার একটু ফেবু বা ইউটিউবের সার্চবাটনে যান, কোর'আন তিলাওয়াত সার্চ করুন।
ক্বারি ইদরিস আকবর, ক্বারি আমির শামিম, হেরেম শরীফের শাইখ সুদাইস প্রমুখ ক্বারী ও শাইখদের তিলাওয়াত সার্চ করতে পারেন।
.
বোন! আপনি মাইকে যে তিলাওয়াত শুনেছেন, আপনারা মহল্লার ওয়াজে যে তিলাওয়াত শুনেছেন, আল্লাহর ক্বসম সেসব তিলাওয়াত কখনও এসবের ন্যায় হবে না।
বোন! হেরেম শরীফের আযান, মসজিদে নববীর আযানে যে প্রেম, যে মুহাব্বাত, যে মোহ, মায়া, একটা স্বর্গীয় টান আছে, সেটা আপনার মহল্লা, আপনাদের অনেকেরই শহরের মসজিদের আযানে ছিলো না।
তাই ঐ আযানের সূরে আপনার হৃদয় আন্দোলিত হয়নি।
আপনি অন্তত একটি বার তিলাওয়াত শুনুন।
ইংরেজি সাবটাইটেল দেওয়া থাকে, সেগুলো দেখুন, শুনুন।
শাইখ ইদরিস আক্ববারের সূরা ক্বিয়ামাহ, সূরা মুমিনুন, সূরা ফুরক্বানের কিছু আয়াতের তিলাওয়াত আছে, ছোট ছোট ক্লিপ।
এসব তিলাওয়াত আমার জীবনে অনেক বড় বড় ওয়াসিলা ছিল।
আপনি এগুলো একবার মনোযোগ সহকারে, অর্থ খেয়াল করে শুনুন। আপনার অন্তর কাঁপবে বোন, কাঁপবেই!
আপনি নিয়মিত শুনুন, শুনতে থাকুন।
মিউজিক ছাড়া নাশীদ শুনুন।
শাইখ মোহাম্মদ হোবলেস,শাইখ আবু বকর যওদদের শুনুন।
বিশ্বাস করুন বোন! যাদের ওয়াজ কানে এসে আপনার হাসি পেতো, এটাই বুঝি ইসলাম ভেবে আপনি ঠাট্টা করতেন, সেই ঠাট্টার সুযোগ আপনাকে শাইখ মোহাম্মদ হোবলেস বা আবু বকর যওদরা দেবেন না।
.
বোন! শুনুন ভাই Billy Dib এর নীড়ে ফেরার গল্প।
এই যে টাকা পয়সা, বিলাসী জীবন-যাপন এসব...মৃত্যুর সামনে এসব ই অসহায়।
সব ছিল!
টাকা-পয়সা...ক্যারিয়ার, ফেইম সব!
কিন্তু এসব তার স্ত্রীকে তার থেকে আলাদা হওয়াকে আটকাতে পারেনি।
ঐ বোনকে রবের ডাকে সাড়া দিতেই হয়েছে।
মৃত্যুকে আটকানোর ক্ষমতা কোনোকিছুই রাখে না।
মৃত্যু আমাদের রবের পক্ষ হতে আসে বোন।
এ পৃথিবীতে আমরা একবারই বাঁচবো। কিন্তু এখানে আমরা বাঁচবো মুসাফিরের ন্যায়।
চিরস্থায়ী বাসস্থান যেটা না, সেটিকে তা ভেবে বসবেন না বোন!
মৃত্যুর আগে নিজেকে ঐ সময়টার জন্য প্রস্তুত করুন।
যখনই আপনার অস্থির লাগবে বা মন খারাপ হবে, মেগাবাইট থাকলে কোর'আন তিলাওয়াত শুনতে থাকুন।
সেসমস্ত আয়াতের তিলাওয়াত ডাউনলোড করে রাখুন যেগুলোতে বলা হয়েছে তাওবাকারীর তাওবা ক্ববুল হওয়ার কথা, গুনাহ সাওয়াবে পরিবর্তন করে দেওয়ার কথা, আল্লাহর গুণাবলীর বর্ণনা...এসব আয়াত সাথে রাখুন, শুনুন।
.
বোন! একটা অসুস্থ জীবন, ফ্রেন্ড, ট্রেন্ড, ঘুরাঘুরি, হাসা-হাসি, মাতা-মাতি, আড্ডা, মাস্তি, পার্টি, অনলাইনের শো অফ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি এসবে আপনার অন্তর কঠিন হয়ে গিয়েছে।
.
গানবাজনা, উচ্ছৃঙখল জীবনযাপন, যেসবকে আপনি স্বাভাবিক ভাবছেন, সেসব আপনার অন্তরকে কঠিন করে তুলেছে।
কালামে পাকের আয়াতগুলো আপনার অন্তর নরম করার জন্য সবথেকে উত্তম ওয়াসিলা (মাধ্যম) হতে পারে।
পাশাপাশি উপরোল্লিখিত শাইখদের লেকচার শুনুন।
টানা একমাস এভাবে কন্টিনিউ করুন। আপনার অন্তর যখন নরম হতে শুরু করবে, তখন আপনি আপনার রবের কাছাকাছি আসতে সচেষ্ট হবেন।
আপনি ধীরে ধীরে উপলদ্ধি করতে শুরু করবেন।
এখানে পৌছতে সময় লাগবে, কষ্ট হবে। কিন্তু যদি চেষ্টাই না করেন তবে তো কিছুই হবে না।
আপনার অন্তর নরম হবে, সালাতে ঝুঁকবে, আল্লাহ ভীতি আপনাকে পেয়ে বসবে।
আপনি ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করবেন।
ভয় ও শ্রদ্ধা মিশ্রিত এই ভালোবাসা আপনাকে সালাত, ইসলামের প্রকৃত হিজাব সহ অন্যান্য আবশ্যিক ইবাদাহগুলোর দিকে ঝুঁকতে সহায়তা করবে।
এই ভয় ও শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ছাড়া কোনো আমলই স্থায়ী হবে না, কোনো আমলেই পরিতৃপ্তি আসবে না।
.
অনেকে বলেন, আমি মানুষের ভয়ে না, আল্লাহর ভয়ে যখন পারবো পর্দা করবো।
কিন্তু যে জীবন দোয়েলের, যে জীবন ফরিঙের, সে জীবনে কিভাবে আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয় আসবে!
আগে তো আপনাকে ঐ জীবনটা থেকে বের হতে হবে।
তবেই না আপনি সফল হবেন।
আল্লাহ পাক কাউকে ততক্ষণ অবধি কিছু দান করেন না যতক্ষণ না সে চেষ্টা করে।
"আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাক্বিম" বলে যদি আপনি বার্বিকিউ পার্টি করেন, বেপর্দা ছবি আপলোড করেন, সেলফিকুল্ফি লাইক, কমেন্টে মেতে থাকেন তবে তো আর হবে না বোন। আপনাকে কেউ টেনে হিচড়ে নিয়ে আসবে না।
প্রথম স্টেপটা আপনাকেই নিতে হবে।
.
বোন, আমি জান্নাতে যেতে চাই, আপনাকে সাথে করেই।
আমি না জাহান্নামী হতে চাই, আর না একা জান্নাতী হতে চাই।
আমি আমার প্রত্যেকটা বোনকে আমার সঙ্গী করতে চাই।
আপনার এই পথ অত্যন্ত কণ্টকাকীর্ণ হবে ঠিকই।
কিন্তু একটা সময়ের পর আপনি উপলদ্ধি করতে পারবেন যে, আজ আপনি সফল। আপনাকে পাঁচ লোকের পাঁচ কথা শুনতে হবে।
অনেক মুসলিমও আপনাকে অনেক বাজে কথা শুনিয়ে দিতে পারে।
এসব কথা যেন আপনাকে এই পথ থেকে বিচ্যুত না করতে পারে।
আপনি মুসলিমদের আচরণে এই পথ থেকে বিচ্যুত হবেন না।
একবার যে চাকচিক্যের জীবন ত্যাগ করে পথচলা শুরু করেছেন, সেটা যেন এতটা ঠুংকু না হয় যে, হঠাৎ যে কারো কথাতেই নিজের গতিপথ বদলে ফেলার কথা ভাববেন!
.
আপনি চলতে থাকুন।
ছোট্ট ছোট্ট ক্বদমে এগুতে থাকুন।
আপনিই পৌঁছবেন, হ্যাঁ! বোন!
আপনিই, ইনশা আল্লাহ, মাক্বামে মাহমুদে আপনি পৌছে যাবেন একদিন।
সিরাতাল মুস্তাক্বিমে একদিন আপনার পথ চলা ঠিকই পূর্ণতা পাবে।
আপনি ঠকবেন না।
বিশ্বাস করুন আমায়!
কত মানুষকেই তো জীবনে বিশ্বাস করেছেন!
একবার আমার এই লেখাটাতে বিশ্বাস করে পথচলাটা শুরু করেই দিন।
আল্লাহ তা'আলা আপনাকে নিরাশ করবেন না, ইনশা আল্লাহ।
:
লেখাঃ Sadiya Tamanna






কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.