এসো জান্নাতের পথে-৬


আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে যারা শেষ রাতে তাহাজ্জুদ আদায় করে ফজরের নামাজের জন্য অপেক্ষা করে।

আর কতিপয় বান্দা আছে যাদের জন্য প্রচন্ড শব্দের এলার্ম দিয়েও ঘুম থেকে উঠা কষ্টসাধ্য ব্যাপার।
.
.
বান্দা যখন ঈমানের স্বাদ অনুভব করে তখন তার জন্য আমলও আনন্দদায়ক হয়ে যায়,
আর বান্দার অন্তর যখন মরে যায়,
আমল তখন কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়।
.
.
কতই না ভাগ্যবান তাঁরা,
যারা দুনিয়ার বিনিময়ে জান্নাতকে কিনে নিয়েছে,
আর আমরা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের খুঁজে পুরো জীবনটাই পার করে দিচ্ছি।
.
.
জীবনের অর্ধেকেরও বেশী সময় হয়তো পেছনে ফেলে এসেছি,
জানি না আর কত সেকেন্ড সময় আমার জন্য অবশিষ্ট আছে।
তবু ছুটে চলেছি এই এক জীবনের সুখ সংগ্রহে।
অথচ ভাবছি না মৃত্যুর পরের সেই অন্তহীন জীবনের কথা!
.
.
খুব শীঘ্রই হয়তো আমরা মিলিত হতে যাচ্ছি একটি সমতল ভূমিতে আমাদের রবের সাথে।
আমাদের প্রশ্ন করা হবে, জেনে শুনে কি আমল করেছি, যৌবনের শক্তি-সামর্থ্য কোন কাজে ব্যয় করেছি।
কি উত্তর দিব সেদিন??
কতটুকু অর্জন করতে পেরেছি??
.
.
যতটুকু আমল এই যাবৎ করেছি তা কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যথেষ্ট? জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট??
জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট??
.
.
জাহান্নামীদের গ্রাস করার জন্য জাহান্নাম এত বেশী তর্জন-গর্জন করছে যে ৭০ হাজার ফেরেশতা ৭০ হাজার সেঁকল দিয়েও তাকে বেঁধে রাখতে পারছে না।
.
.
" মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা কর,
যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর,
যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোর স্বভাব ফেরেশতাগণ।
তারা আল্লাহ তায়ালা যা আদেশ করেন,
তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে।"
-(সূরা তাহরিমঃ ৬)






কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.