শক্তি দিয়ে আসলে কিছুই হয় না, শক্তি ক্ষনস্থায়ী.........তেমনি এই দুনিয়াটাও ক্ষনস্থায়ী

এক সময় সুন্দরী মেয়েটাও বুঝতে পারে এখন আর তার সৌন্দর্যের কোন দাম নেই, বাজারে তার দরপতন হয়েছে, হাজারো জিনিস মেখেও সে তার রুপ আর ফিরে পায় না, চাদঁরের আড়ালে নিজেকে ঢাকতে গিয়েও কোন লাভ হয় না কারণ রুপটা যে শুধু যৌবনেই শেষ হয়ে গেছে।
.
একসময়ের মাঠ কাপানো ছেলেটাও বুঝতে পারে এখন আর কেউ তাকে দাম দেয় না, মিছিলে ডাকলে কেউ সাড়া দেয় না, তাকে এখন সবাই এড়িয়ে চলে, এড়িয়ে চলার কারনটাও সে বুঝতে পারে কারণ তার যৌবনের সময়টা ফুরিয়ে গেছে।
.
শক্তি দিয়ে আসলে কিছুই হয় না, শক্তি ক্ষনস্থায়ী।
তেমনি এই দুনিয়াটাও ক্ষনস্থায়ী।
.
যারা দুনিয়াকে বৃদ্ধাঙুল দেখাতে পারে তারাই আখিরাতে সফলতা অর্জন করে।
.
দুনিয়ার পিছনে ঘোড়ার মত ছুটে কোন লাভ নেই, দুনিয়া আপনাকে শুধু তার পিছনেই ঘুরিয়ে ক্ষান্ত হবে না, বরং আখিরাতকে বরবাদ করবে।
.
আর আপনি আখিরাতের পিছনে ছুটুন দেখবেন দুনিয়া আপনার পিছনে ছুটছে।
:
লেখাঃ মহিউদ্দিন রূপম

কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.