এসো জান্নাতের পথে-৭


দু'আর মধ্যে শিশুর মত হাউমাউ করে যে কাঁদেনি, সে কখনো বুঝবে না- সুখের তীব্রতা কেমন হতে পারে!





শেষ রাতে কাউকে বুঝতে না দিয়ে অযু করে ধীরে-সুস্থে, মনযোগের সাথে দুই রাকাত সলাত যে পড়েনি, সে কীভাবে উপলব্ধি করবে- অন্তরের পরিতৃপ্তি?
.
কাউকে বুঝতে না দিয়ে নফল রোযা রেখে একা একা চুপে চুপে ইফতার করার অভিজ্ঞতা যার হয়নি, সে কখনো বুঝবে না- আল্লাহকে আপন মনে করতে পারার আনন্দ কত মধুর হয়!
.
ইমাম হাফেয ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ) কী সুন্দরভাবে বলছেন-

“প্রকৃতপক্ষে অন্তরে রয়েছে এক অভাববোধ, যা আল্লাহর সাথে সম্পর্ক করা ছাড়া দূর হয় না। অন্তরে রয়েছে এক বিষণ্ণতা, যা আল্লাহকে জানা আর তাঁর প্রতি সৎ থাকা ছাড়া দূর হয় না। অন্তরে আরোও রয়েছে একটি শূন্যতা, যা তাঁকে ভালবাসা ও তাওবাহ করে তাঁর দিকে ফিরে যাওয়া আর সবসময় তাঁকে স্মরণ করা ছাড়া পূরণ হয় না। কোন ব্যক্তিকে যদি পুরো দুনিয়া এবং তার সবকিছুই প্রদান করা হয় , তবুও এটি তার শূন্যতা পূরণ করতে পারবে না”।
.
আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা বলেন-
"জেনে রেখো, আল্লাহর স্মরণেই কেবল হৃদয়সমূহ প্রশান্ত হয়।" [সূরা রা'দ: ২৮]





কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.