কেমন করে আপনার ফরিয়াদকে আল্লাহ ফিরিয়ে দেবেন?

প্রিয় বোনেরা!
.
এখন শীতের মৌসুম চলছে এবং সময়টা খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে।
.
শীতের এই লম্বা রাতগুলোকে খেল তামাশা আর অচেতন ঘুমে কাটিয়ে দিবেন না।
.
কিছুটা সময় হলেও আল্লাহর জন্য ব্যয় করুন।
শেষ রাতে উঠুন।
.
যারা বিবাহিত আছেন আপনার স্বামীর গায়ে পানির ছিটা দিয়ে ঘুম থেকে জাগিয়ে তুলে দুজনেই সালাতে দাঁড়িয়ে যেতে পারেন।
.
আর যারা আমাদের মত এখনো একা-একলা আছেন তারা যতদিন না একজন থেকে দুজন হচ্ছেন ততদিন আল্লাহর উপর তাওয়াক্কুল করে এলার্মের মাধ্যমেই কার্য সম্পাদন চালিয়ে যান।
.
শেষ রাতে উঠুন, রবের সামনে জায়নামাযে দাঁড়িয়ে যান।
এই সিজনে দিনগুলো অনেক ছোট।
যত পারেন নফল সিয়াম (রোযা) পালন করুন।
.
অন্তত সপ্তাহে দুই দিন (সোম ও বৃহঃ)।
এই দুইদিন বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়।
.
আর আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে ও সিয়াম রাখুন।
এগুলো সুন্নাহ।
.
চিন্তা করুন--সবাই যখন ঘুমে বিভোর, তখন আপনি মালিকের ডাকে সাড়ে দিয়ে জাগ্রত।
.
আপনিও পারতেন সবার মত গভীর ঘুমে নিমগ্ন থাকতে।
কিন্তু মহান মালিকের ভয় ও ভালোবাসা আপনাকে এত আরামের বিছানা ত্যাগ করিয়ে দিল।
.
শয্যা ছেড়ে আপনি রাতের শেষভাগে জেগে উঠলেন শুধুমাত্র রবের সান্নিধ্যে কিছু মূহুর্ত কাটাবেন বলে!
আপনি দাঁড়িয়ে গেলেন তার শাহী দরবারে।
সালাত আদায় করলেন, চোখের পানি ফেললেন, গুনাহ থেকে ক্ষমা চাইলেন, প্রয়োজন পূরণের আর্জি পেশ করলেন।
.
কেমন করে আপনার ফরিয়াদকে আল্লাহ ফিরিয়ে দেবেন?
তার জন্য আপনি আরামের ঘুমকে ত্যাগ করেছেন, তিনি কি আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন?
অসম্ভব!






কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.