পরিশুদ্ধ অন্তর-পর্বঃ ১


পরিশুদ্ধ অন্তর


পর্বঃ১
নফস




জীবন নদীর বাঁকে বাঁকে লুকিয়ে থাকে হাজারো চোরাবালি,সেই বালিতে পড়ে কেউ জীবন বির্সজন দেয়,কেউবা সেই চোরাবালির গর্ত থেকে ফিরে আসে,নিজেকে সংশোধন করে,পড়ে যাওয়ার কারণগুলো খুঁজে বের করে।নফসের গোলামির জিঞ্জির থেকে নিজেকে মুক্তি দেয়।সেরকম কিছু লেখা নিয়ে আজকে কথা হবে।আজকের বিষয় "নফস"
.
নফস অর্থ কামনা,প্রবৃত্তি,পাপ।

আমাদের খাবারের কিংবা অন্য অকেজো জিনিসপত্রের ময়লা পরিষ্কার করার জন্য পরিচ্ছন্ন কর্মী আছে, কিন্তু নিজের অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য কি কিছু আছে??
.
আমাদের অন্তর ময়লা হয় বা দূষিত হয় গুনাহ কিংবা খারাপ কাজের মাধ্যমে।একসময় এই অন্তরে জং ধরে যায় ফলে অনেক চেষ্টার পরও সেই জং খুলতে চায় না।
এই অবস্থাকে বলে "নফসে আম্মারাহ"।অর্থাৎ যেখানে নফস সবসময় বিজয়ী তাকে হারানোর মত শক্তি যার থাকে না।গুনাহ করার পরও তার মাঝে অনুশোচনা আসে না।রবের কাছে ক্ষমা চায় না।
.
"নফসে লাওয়ামা" হল দোদুল্যমান অবস্থা কখনো গুনাহের দিকে ডাকে কখনো বা ভাল কাজের দিকে ডাকে।কখনো গুনাহ করে ফেলে কখনোবা তাওবা করে।কখনো নফস হারে কখনো বা জিতে,আবার কখনো আপনি জিতেন কখনোবা আপনি হারেন।
.
"নফসে মুতমাইন্না" এটা হল এমন অবস্থা যাকে শত প্ররোচনা দিয়েও ভুল পথে আনা যায় না,তার মাধ্যমে খারাপ কাজ হয় না।সে সব সময় নফসের উপর জয়ী হয়।
قَدۡ اَفۡلَحَ مَنۡ زَکّٰىہَا ۪ۙ﴿۹﴾
নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তাকে পরিশুদ্ধ করেছে।
وَ قَدۡ خَابَ مَنۡ دَسّٰىہَا ﴿ؕ۱۰﴾
এবং সে ব্যর্থ হয়েছে, যে তা (নাফস)-কে কলুষিত করেছে।(সূরা শামছঃ৯-১০)
.
পরিচ্ছন্ন কর্মী বাসার ময়লা যদি কয়েকদিন না নিয়ে যায় তাহলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে, তেমনি আপনি গুনাহ যদি করতেই থাকেন তা ছড়িয়ে পড়ে দেহের ভিতরে,প্রতিটা শিরা,উপশিরায়।এবং একসময় অন্তরে পচন ধরে।
.
"নফসের কথায় আপনি উঠ-বস করবেন না বরং আপনার কথায় নফসকে উঠ-বস করান,দেখবেন দুনিয়া এবং আখিরাতে সফলতা হাতছানি দিবে"।
.
তাই আপনি নিজেই খুঁজে বের করুন আপনি কোন অবস্থানে আছেন এবং এই অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান,নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল।
.
সেই ত সফলকাম যিনি তার অন্তরকে পরিশুদ্ধ করেন।

পরিশুদ্ধ অন্তরের অপেক্ষায়....

G m newaz Arif
________
Voiceofdawah







কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.