জীবন - মৃত্যু -জীবন-৮

সিরাত-৮


মানুষের আমলনামা মিজানে ওজন করা হয়ে গেছে।
যাদের ভালো কাজের ওজন বেশি তাদের আবাসস্থল হলো জান্নাত আর যাদের খারাপ কাজের ওজন বেশি তাদের আবাসস্থল হবে জাহান্নাম।।

মিজানের পরে মহান আল্লাহ জাহান্নাম কে হাজির করবেন।জাহান্নামের রয়েছে ৭০০০০ শিকল আর এক একটা শিকল ধরে থাকবে ৭০০০০ হাজার ফেরেশতা।
কিন্তু তারপরও জাহান্নাম এত ক্ষুব্ধ হয়ে থাকবে সকল ফেরেশতা জাহান্নামকে সামলাতে হিমশিম খাবে।

সিরাত এর অর্থ হলো রাস্তা।আর সিরাত জাহান্নাম এর উপর স্থাপন করা হবে,আর সিরাত এর রাস্তা পার হয়ে থাকবে চির সুখের জায়গা জান্নাত।।
সিরাত এর বর্ননা করে নবি বলেছেন,,
সিরাত হলো চুলের চেয়েও চিকন আর তরবারির চেয়েও ধারালো।।তবে এইটা খারাপ মানুষদের জন্য।
ভালো মানুষদের জন্য তা মোটা রাস্তার ন্যায়।

পুলসিরাত সম্পর্কে কুরআন শরীফে বলা হয়েছে: "তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌছবে না। এটা আপনার পালনকর্তার অনিবার্য ফায়সালা।" [ সুরা মারঈয়াম ১৯:৭১ ]
বিশ্বাসি, অবিশ্বাসি সকল মানুষদের সিরাত পাড়ি দিতে হবে।।যারা ভালো কাজ করছে তারা সিরাত পার হতে পারবে।নবি বলেছেন সেইদিন মানুষ তার ভালো আমল অনুযায়ী সিরাত পার হবে।এক হাদিস নবি বলেছেন,

সেদিন কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউবা ঘোড়ার গতিতে, কেউ আরোহীর গতিতে, কেউ দৌড়িয়ে, আবার কেউ হাঁটার গতিতে (পুলসিরাত) অতিক্রম করবে।" (তিরমিজি, দারেমী)।
যারা সিরাত পার হবে তারা জান্নাতে সুখে শান্তিতে থাকবে।।

যারা ভালো কাজ করবে তারা তাদের ভালো কাজের আলো দিয়ে সিরাত পার হবে,,
কিন্তু যাদের আলো খুব কম,মানে বেশি আমল করে নি,,তারা কি তাদের বন্ধুর আলো দেখে সিরাত পার হতে পারবে না,তাদের অনুসরন করতে পারবে না??
তাই ইসলাম এ ভালো বন্ধু নির্বাচন করার কথা বলা হয়েছে।।

কিন্তু যাদের খারাপ কাজের ওজন বেশি তারা জাহান্নামে যাবে।।তারা যখন সিরাত পার হতে লাগবে তাদের শরীর ছিন্নভিন্ন হয়ে জাহান্নামে পতিত হবে,আর তারা সেইখানে অনন্তকাল থাকবে।। সেইখানে তাদের জন্য শুধু শাস্তি আর শাস্তি।মুনাফিকরা জাহান্নামের সব চেয়ে নিচে থাকবে।।
যারা আল্লাহর সাথে শিরক করে নি,তারা কোন এক সময় জান্নাতে আসবে,যখন তাদের পাপ শেষ হয়ে যাবে।
এখন অনেকে বলে একদিন তো জান্নাতে যাবোই,কিছুদিন শুধু জাহান্নাম এ থাকবো,তাই তারা খারাপ কাজ করে।এইটা কিন্তু খুব মারাত্মক।
কারন আপনি আল্লাহর সাথে পরিকল্পনা করছেন,
আল্লাহ বলেন,"নিশ্চয়ই আল্লাহ সব থেকে বড় পরিকল্পনাকারি""
আর জাহান্নাম এর আগুন কেও সহ্য করতে পারবে না,
এত শাস্তি।তাই এইধরনের ভাবনা করা কারোর ঠিক না।কারন কার পাপ শেষ হতে কত কোটি কোটি বছর লাগবে কেও জানে না।।

আল্লাহ আমাদের সবাইকে সিরাত পার হওয়ার তৈফিক দেন।।আমিন।
জাহান্নামের অবস্থা কেমন তা আগামি পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ।

কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.