১ মিনিটে ৪ খতম কুরআনের ছাওয়াব


পুঁজি কম লাভ বেশি-২


১ মিনিটে ৪ খতম কুরআনের ছাওয়াব পুঁজি কম লাভ বেশি-২


এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছুরায়ে ইখলাসকে  কুরআনের এক তৃতীয়াংশের সমান বলেছেন । 

১ মিনিটে ৪ খতম কুরআনের ছাওয়াব

এ হিসাবে ছুরায়ে ইখলাস পাঠ করলে ১ খতম কুরআনের ছাওয়াব পাওয়া যাবে । আর এক মিনিটে আপনি অনায়াসে ১২ বার ছুরায় ইখলাস পড়তে পারবেন । তা-হলে আপনি ইচ্ছা করলে এক মিনিট সময় ব্যয়ে চার খতম কুরআন শরীফ পড়ার ছাওয়াব অর্জন করতে পারেন ।

প্রমাণ: বুখারী ও মেশকাত শরীফের হাদীসে এসেছে,

১ মিনিটে ৪ খতম কুরআনের ছাওয়াব

‘ঐ আল্লাহর কসম যার কুদরতী হাতে আমার জান নিশ্চয় সূরায়ে ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমান ।’

বুখারী ও মুসলিম শরীফের আরেক হাদীসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের কেউ কি পারবে, প্রতি রাতে এক তৃতীয়াংশ পড়ে ঘুমাতে?

সাহাবায়ে কিরাম বললেন, এটা আমাদের কারো পক্ষেই সম্ভব নয় ।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সম্ভব । সূরায়ে ইখলাস কুরআনের তিন ভাগের এক ভাগের সমান ।’

এভাবে আপনি যদি এক মিনিটে ১২ বার সূরায়ে ইখলাস পড়েন, এক দিনে ৪ বার এক মাসে ৩০ X ৪ =১২০ বার । আর এক বছরে ১২০X ১২=১৪৪০ বার কুরআন খতম করার ছাওয়াব পাবেন । এ হল আপনার প্রতিদিনের এক মিনিটের কামাই । এক খতম কুরআন পড়লে কুরআনের ৩৩,৩৬৭১ হরফ পড়া হয় । আর কুরআন তিলাওয়াতে এক এক হরফে কমপক্ষে দশটি করে নেকী হয় । এবার হিসাব করে বের করুন এক খতমের ছাওয়াব কত? আর চার খতমের ছাওয়াব কত? আমার কলম এ হিসাব করতে অক্ষম । এ হাদীসের ব্যাখ্যা হাফেয ইবনে হাজার আসকালানী রহ. ফাতহুল বারীর ৮ম খন্ডের ৯৭৬ পৃষ্ঠায় করেছেন ।


পুঁজি কম লাভ বেশি-২, ১ মিনিটে ৪ খতম কুরআনের ছাওয়াব

১ মিনিটে ৪ খতম কুরআনের ছাওয়াব















কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.